অপ্রাপ্তবয়স্করা টিকটকে সব ভিডিও দেখতে পারবে না

টিকটকরয়টার্স

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। তবে টিকটকে থাকা সব ভিডিও অপ্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী নয়। বিষয়টি অজানা নয় টিকটকের কাছে। আর তাই এবার অভিভাবকদের জন্য কনটেন্ট ফিল্টারিং–সুবিধা চালু করতে যাচ্ছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি।

ফ্যামিলি পেয়ারিং–সুবিধার আওতায় চালু হতে যাওয়া নতুন এ সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা সহজেই নিজেদের অপ্রাপ্তবয়স্ক সন্তান টিকটকে কোন কোন ধরনের ভিডিও দেখতে পারবে, তা নির্ধারণ করতে পারবেন। ফলে সন্তান টিকটকের ভিডিও ফিডে শুধু অভিভাবকদের নির্ধারণ করা বিষয়ের ভিডিওগুলো দেখতে পারবে।

অপ্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট ফিল্টারিং–সুবিধা চালুর লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা ‘ফ্যামিলি অনলাইন সেফটি ইনস্টিটিউট’-এর সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। বর্তমানে টিকটকের ফ্যামিলি পেয়ারিং–সুবিধা কাজে লাগিয়ে সন্তান কতক্ষণ টিকটক ব্যবহার করতে পারবে, তা আগে থেকেই নির্ধারণ করতে পারেন অভিভাবকেরা। নতুন এ সুবিধা চালু হলে সময় নির্ধারণের পাশাপাশি সন্তানের নিরাপদ ভিডিও দেখার বিষয়টিও নিশ্চিত করা যাবে।

আরও পড়ুন

টিকটকের তথ্যমতে, ফ্যামিলি পেয়ারিং–সুবিধার মাধ্যমে সন্তানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এতে নিজেদের প্রয়োজন অনুযায়ী অভিভাবক এবং তাঁদের সন্তানদের সেফটি সেটিংয়ে বিভিন্ন অপশন যোগ করার সুযোগ রয়েছে। ফ্যামিলি পেয়ারিং–সুবিধার মাধ্যমে অভিভাবক তাঁদের সন্তানদের অনলাইন কার্যক্রমও নজরদারি করতে পারেন। বর্তমানে সাড়ে আট লাখের বেশি অভিভাবক সন্তানদের নিরাপত্তায় টিকটকের ফ্যামিলি পেয়ারিং–সুবিধা ব্যবহার করছেন।

সূত্র: টেক ক্রান্চ

আরও পড়ুন