ভারতে অ্যাপল ও স্যামসাংয়ের যন্ত্র ব্যবহারকারীদের বাড়তি সতর্ক থাকার নির্দেশনা
সম্প্রতি ভারতে অ্যাপল ও স্যামসাংয়ের বিভিন্ন যন্ত্র ব্যবহারকারীদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশটির কম্পিউটার নিরাপত্ত সংস্থা দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন)। তারা স্যামসাং ও অ্যাপলের পণ্যে এমন কিছু ত্রুটির সন্ধান পেয়েছে, যেগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই হ্যাকিংয়ের শিকার হতে পারেন।
সার্ট-ইন থেকে জানানো হয়েছে, অ্যাপলের আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি ও অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেম এবং সাফারি অ্যাপে ত্রুটি রয়েছে। হ্যাকাররা এই ত্রুটি ব্যবহার করে সহজেই মুঠোফোনের নিয়ন্ত্রণ নিতে পারে। এর আগে স্যামসাংয়ের মুঠোফোনেও একই ধরনের ত্রুটির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে স্যামসাংয়ে ব্যবহৃত অ্যান্ড্রয়েড ১১, ১২, ১৩ এবং ১৪ অপারেটিং সিস্টেমে ত্রুটি পাওয়া গেছে।
এই ত্রুটি ব্যবহার করে হ্যাকাররা মুঠোফোনের নিরাপত্তা ভেদ করে একান্ত ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ইত্যাদির তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি সাময়িক সময়ের জন্য মুঠোফোনকে অকেজো করে দিতে পারে।
অ্যাপল ও স্যামসাংয়ের মুঠোফোনে ত্রুটি থাকার অর্থ, বর্তমানে কোনো যন্ত্রই হ্যাকারদের হাত থেকে নিরাপদ নয়। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও সতর্ক থাকতে হবে। ফোনে অপরিচিত কোনো মেসেজ বা বার্তা এলে সতর্ক হয়ে যেতে হবে।
ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সময় বা নতুন কোনো অ্যাপ্লিকেশন নামানোর ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হচ্ছে। পাশাপাশি সব সময় স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস