টিকটকে নিরাপদ থাকার ৫ উপায়

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। কিন্তু টিকটকে অনেকেই হয়রানি বা সাইবার আক্রমণের শিকার হয়ে থাকেন। বেশ কিছু কৌশল অবলম্বন করে টিকটকে নিরাপদ থাকা যায়। টিকটকে নিরাপদ থাকার ৫ উপায় দেখে নেওয়া যাক—

অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট ব্লক

টিকটকে অনেকেই অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে অবাঞ্ছিত বার্তা পান। কেউ আবার বিভিন্ন ধরনের হয়রানিমূলক ঘটনার মুখোমুখি হন। তবে চাইলেই সেই ব্যক্তির অ্যাকাউন্ট ব্লক করে এ সমস্যার সমাধান করা সম্ভব। এ জন্য প্রথমে যে অ্যাকাউন্টটি ব্লক করতে হবে সেটির প্রোফাইল অপশনে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা তিনটি বিন্দু আইকনে ট্যাপ করলে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। এবার ব্লক বাটনটিতে ক্লিক করলেই অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে।

অ্যাকাউন্ট ব্যক্তিগত করা

টিকটকে গোপনীয়তা বজায় রাখার সবচেয়ে সহজ উপায় হলো অ্যাকাউন্ট প্রাইভেট বা ব্যক্তিগত করা। এ সুবিধা ব্যবহার করলে অন্য কোনো ব্যক্তি আপনার প্রোফাইল দেখতে পারবেন না। অ্যাকাউন্ট প্রাইভেট করতে পেজের নিচে থাকা নেভি বার অপশনে ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা তিনটি ড্যাশ মেন্যুতে ট্যাপ করে সেটিংস এবং প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এবার প্রাইভেসি অপশনে ক্লিক করে প্রাইভেট অ্যাকাউন্টের টগল চালু করতে হবে।

ভিডিও ডাউনলোডের সুযোগ বন্ধ

টিকটকে যে কেউ স্বয়ংক্রিয়ভাবেই অন্যদের পোস্ট করা ভিডিও ডাউনলোড করতে পারেন। তবে চাইলেই এ সুযোগ বন্ধ করা যায়। এ জন্য প্রোফাইল অপশন থেকে তিনটি ড্যাশ মেনুতে ট্যাপ করে সেটিংস ও প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এরপর নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিও ডাউনলোডের টগল বন্ধ করতে হবে।

অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ

অ্যাকাউন্ট ব্লক করার পরও বিভিন্নভাবে টিকটকে হয়রানির করেন অনেকেই। তবে চাইলে হয়রানি করা অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জানানো যায় টিকটকে। এর ফলে হয়রানি করা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে টিকটক। অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ করার জন্য প্রথমে প্রোফাইলের তিনটি ডট আইকনে ট্যাপ করে রিপোর্ট অপশন নির্বাচনের পর নির্দিষ্ট অ্যাকাউন্টের নাম যুক্ত করতে হবে।

মন্তব্য নিয়ন্ত্রণ

টিকটকে অনেকেই অপ্রয়োজনীয় বিভিন্ন মন্তব্য করেন। এতে মাঝেমধ্যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই মন্তব্যকারী ব্যক্তিদের ধরন নির্বাচন করে এ সমস্যার সমাধান করা সম্ভব। মন্তব্য নিয়ন্ত্রণের জন্য প্রোফাইলে প্রবেশ করে তিনটি ড্যাশ মেনু থেকে সেটিংস ও প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এরপর প্রাইভেসির কমেন্টস অপশনে ক্লিক করে মন্তব্যকারী ব্যক্তিদের ধরন নির্বাচন করতে হবে।