হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে চ্যানেলস সুবিধা

হোয়াটসঅ্যাপের চ্যানেলস সুবিধাহোয়াটসঅ্যাপ

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে চ্যানেলস সুবিধা। নতুন এই ব্রডকাস্ট টুল কাজে লাগিয়ে সহজে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে বার্তা, ছবি, ভিডিও, স্টিকার পাঠানো যাবে। চাইলে নির্দিষ্ট বিষয়ে মতামত জানার জন্য জরিপও চালানো যাবে। ফলে সহজে নির্দিষ্ট ব্যক্তিদের হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি তাদের মতামতও জানা সম্ভব হবে। এরই মধ্যে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে এ সুবিধা পরখ করার সুযোগ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার তথ্যমতে, ব্রডকাস্ট টুলটি মূলত ‘একমুখী’ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে। ফলে টুলটি কাজে লাগিয়ে চ্যানেলসের প্রশাসকেরা চাইলে নিজেদের বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিও অন্য ব্যক্তিদের একসঙ্গে পাঠাতে পারবেন। ফলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিয়মিত হালনাগাদ তথ্য জানতে পারবেন।

আরও পড়ুন

চ্যানেলসের মাধ্যমে পাঠানো বার্তা বা ছবি এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে পাঠানো হবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ জানতে না পারায় স্বচ্ছন্দে তথ্য পাঠানো যাবে। ফলে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর পাশাপাশি খেলার ফলাফল, আবহাওয়া, যানজটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত সবাইকে জানানো যাবে। প্রাথমিকভাবে সিঙ্গাপুর ও কলম্বিয়ায় চ্যানেলস সুবিধা উন্মুক্ত করা হবে। কয়েক মাসের মধ্যে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এ সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: গ্যাজেটস৩৬০

আরও পড়ুন