টেলিগ্রামে নতুন সুবিধা

ভাষা অনুবাদ সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে টেলিগ্রামটেলিগ্রাম

নিরাপদে একে অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকায় টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করেন অনেকেই। ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষাভাষীদের বার্তা পাঠাতে ভয়েস ট্রান্সক্রিপশন নামের সুবিধাও রয়েছে অ্যাপটিতে। এ সুবিধা কাজে লাগিয়ে এক ভাষার কথা অন্য ভাষায় লিখে আদান-প্রদান করা যায়। ফলে ভাষা জটিলতায় পড়তে হয় না। এত দিন এ সুবিধা শুধু অর্থের বিনিময়ে প্রিমিয়াম সংস্করণে পাওয়া গেলেও এবার সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছে টেলিগ্রাম।

নতুন এ সুবিধা দিতে অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য নিজেদের অ্যাপ হালনাগাদও করেছে টেলিগ্রাম। টেলিগ্রামের তথ্যমতে, প্রিমিয়াম সংস্করণে ইচ্ছেমতো ব্যবহার করা গেলেও অন্যরা প্রতি সপ্তাহে মাত্র দুটি বার্তা ভয়েস ট্রান্সক্রিপশন করে পাঠাতে পারবেন। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এ সুবিধা চালু করা হবে।

আরও পড়ুন

টেলিগ্রামের নতুন সংস্করণে ‘সিমিলার চ্যানেলস’ নামের নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ বুঝে বিভিন্ন চ্যানেলের নাম সুপারিশ করবে টেলিগ্রাম। ফলে টেলিগ্রাম ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের পছন্দের বিভিন্ন চ্যানেল খুঁজে পাবেন।
সূত্র: দ্য ভার্জ