টুইটারে চালু হচ্ছে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা

টুইটাররয়টার্স

বার্তা পড়ার সময় পর্দার এক পাশে পছন্দের ভিডিও দেখার সুযোগ দিতে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। বর্তমানের মতোই টুইটারের নিউজ ফিড স্ক্রল করার সময় পর্দার এক কোণে ভিডিও দেখার সুযোগ মিলবে।

এ বিষয়ে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা চালু হলে পর্দার এক কোণে ভিডিও দেখা যাবে। ফলে ভিডিও দেখার পাশাপাশি টুইটারের নিউজ ফিড সহজেই স্ক্রল করা সম্ভব হবে।

আরও পড়ুন

‘পিকচার-ইন-পিকচার’ সুবিধার পাশাপাশি ভিডিওর নির্দিষ্ট অংশ দ্রুত দেখার সুযোগও চালু করছে টুইটার। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে টুইটারে কোনো ভিডিওর দৃশ্য ১৫ সেকেন্ড আগে বা পরে করা যাবে। ফলে আকারে বড় ভিডিও দ্রুত দেখা সম্ভব হবে। শুধু তা–ই নয়, ভিডিওর নির্দিষ্ট বা পছন্দের অংশ একাধিকবার দেখারও সুযোগ মিলবে।

আরও পড়ুন

সম্প্রতি নীল টিক ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ দুই ঘণ্টার ভিডিও পোস্ট করার সুযোগ চালু করেছে টুইটার। শিগগিরই অডিও-ভিডিও কল সুবিধাও চালু করা হবে। ফলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা টুইটার ব্যবহারকারীর সঙ্গে নিজেদের ফোন নম্বর গোপন রেখে কথা বলার সুযোগ মিলবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া