হাইপারটেক্সটের পথিকৃৎ ভ্যানেভার বুশের জন্ম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়কার কম্পিউটার পথিকৃৎ ভ্যানেভার বুশ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন।

ভ্যানেভার বুশউইকিমিডিয়া

১১ মার্চ ১৮৯০
হাইপারটেক্সটের পথিকৃৎ ভ্যানেভার বুশের জন্ম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়কার কম্পিউটার পথিকৃৎ ভ্যানেভার বুশ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন। যুদ্ধকালীন কম্পিউটার প্রকল্পগুলোতে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ডিফারেন্সিয়াল সমীকরণ সমাধানের জন্য তিনি ইলেকট্রোমেকানিক্যাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার যন্ত্র উদ্ভাবন করেছিলেন। সহপ্রতিষ্ঠাতা হিসেবে সামরিক ঠিকাদারি প্রতিষ্ঠান রেথিওয়ন গড়ে তুলেছিলেন তিনি।
ভ্যানেভার বুশ একসময় তথ্য পুনরুদ্ধার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। এই আগ্রহ থেকে মেমেক্স নামে যন্ত্র তৈরির কথা ভাবেন তিনি। মেমেক্স ছিল একজন ব্যক্তির মন ও স্মরণশক্তিভিত্তিক ইলেকট্রনিক যন্ত্র। এই মেমেক্স পরবর্তী সময়ে একটি তথ্যের সঙ্গে আরেকটির যোগসূত্র তৈরি করার ক্ষেত্রে এবং হাইটারটেক্সট গবেষণায় ভূমিকা রাখে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিকস ল্যাবরেটরিতে ডিফারেন্সিয়াল অ্যানালাইজার ব্যবহার করা হয়। ১৯৩৮
উইকিমিডিয়া

বুশের উল্লেখযোগ্য প্রকাশনা হলো অ্যাজ উই মে থিংক, অ্যাটলান্টিক মান্থলি (১৯৪৫), মডার্ন আর্মস অ্যান্ড ফ্রিম্যান (১৯৪৯) ও পিসেস অব অ্যাকশন, অ্যান এক্সামিনেশন অব সায়েন্স অ্যান্ড দ্য স্টেট (১৯৭০)। বুশ ১৯৭৪ সালের ২৮ জুন মারা যান।

গুগল ভয়েস

১১ মার্চ ২০০৯
গুগল ভয়েস চালু
গুগলের টেলিফোন সেবা গুগল ভয়েস চালু হয়। গুগল ভয়েসের মাধ্যমে গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের টেলিফোন নম্বর যুক্ত করে যুক্তরাষ্ট্রে এবং আরও কয়েকটি দেশে গুগল ওয়ার্কস্পেসের (২০২০ সালের অক্টোবর থেকে জি স্যুট) গ্রাহকদের সেবা দেওয়া হয়। গুগল ভয়েস কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যায়। এটি কল ফরোয়ার্ডিং, ভয়েসমেইল, কথা বলা ও লিখিত বার্তা পাঠাতে ব্যবহৃত হতো। গুগল ভয়েস দিয়ে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফোন কলও করা যেত। গুগল ভয়েস বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় কম্পিউটার থেকে ফোন নম্বরে (পিসি-টু-ফোন) কল করার সুবিধা দিচ্ছে। আর গুগল প্লাস ব্যবহার করে বিশ্বব্যাপী কম্পিউটার থেকে কম্পিউটারে (পিস-টু-পিসি) ভয়েস ও ভিডিও কল করা যায়। গুগল ভয়েসে গ্রাহককে অর্থের বিনিময়ে ফোন করতে হয়।