নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বেসিস
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব টানা ১২ বারের মতো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা—নাসা আয়োজিত এ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব আয়োজনের জন্য এরই মধ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসিসের সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। এ সময় কমিটির সদস্য ইমরুল কায়েস, মোস্তাইন বিল্লাহ, এ এইচ এম রোকমুনুর জামান, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান ও আরিফুল হাসান উপস্থিত ছিলেন।
রাফেল কবির বলেন, ‘বাংলাদেশের তরুণ–তরুণীদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তি দক্ষতাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে বেসিস প্রতিবছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব আয়োজন করে আসছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বৈশ্বিক প্রতিযোগিতায় টানা তিনবারসহ মোট চারবার বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন আমাদের শিক্ষার্থীরা। আমরা দেখেছি, এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে এমআইটি থেকে শুরু করে গুগল বা ইন্টেলের মতো বৈশ্বিক সব প্রতিষ্ঠানে সুযোগ পাচ্ছেন। আমি আশাবাদী, মহাকাশ গবেষণায়ও আমাদের শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে এবং উল্লেখযোগ্য স্থান দখল করে নিবে।’
মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, ‘আগামী অক্টোবর মাসে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব আয়োজন করা হবে। এ আয়োজনের আগে দুই লাখের বেশি শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত করা হবে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্ভাবনকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার জন্য আমরা কাজ করব। আগ্রহী শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা, সেমিনারের পাশাপাশি অনলাইনে বুট ক্যাম্পেরও আয়োজন করা হবে। নিবন্ধনসহ প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে এই ঠিকানা থেকে।’