২০২৩ সালের সেরা অ্যান্ড্রয়েড গেমস

প্রতিবছরের মতো এবারও প্লে স্টোরে থাকা বছরের সেরা অ্যান্ড্রয়েড গেমের তালিকা প্রকাশ করেছে গুগল। প্লে স্টোরের সেরা গেমের তালিকায় থাকা গেমগুলো দেখে নেওয়া যাক।

সেরা অ্যান্ড্রয়েড গেমের তালিকা প্রকাশ করেছে গুগলছবি: গুগল প্লে

হনকাই: স্টার রেইল
এ বছর প্লে স্টোরে থাকা সেরা গেমের খেতাব জিতেছে ‘হনকাই: স্টার রেইল’। এটি হোইয়োভার্স স্পেস ফ্যান্টাসির রোল প্লেয়িং গেম। দুঃসাহসিক আর রোমাঞ্চে পরিপূর্ণ এ গেমে মহাকাশ অভিযানের বিভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়।

ফারলাইট ৮৪
অ্যাকশন গেমটিতে বিভিন্ন চরিত্র নির্বাচন করে খেলা যায়। শুধু তা–ই নয়, পছন্দের আগ্নেয়াস্ত্র ব্যবহারের সুযোগ মেলায় গেমারদের কাছে খুবই জনপ্রিয় গেমটি।

মনোপলি গো
গেমারদের পছন্দ বিবেচনায় এ বছর সেরা গেম নির্বাচিত হয়েছে মনোপলি গো। প্লে স্টোরের রেটিং ৪ দশমিক ৬ হলেও এরই মধ্যে এক কোটির বেশিবার নামানো হয়েছে গেমটি।

ভ্যাম্পায়ার সারভাইভারস
সারভাইভাল রোল প্লেয়িং গেমটি একসঙ্গে চারজন খেলতে পারেন। প্লে স্টোর থেকে ১০ লাখের বেশিবার নামানো হয়েছে গেমটি।

স্ট্যাম্বল গাইজ
সর্বোচ্চ ৩২ জন একসঙ্গে অনলাইনে খেলার সুযোগ থাকায় খুবই জনপ্রিয়তা পেয়েছে গেমটি। আর তাই এরই মধ্যে ১০ কোটির বেশিবার নামানো হয়েছে গেমটি।

পোকেমন স্লিপ
পোকেমনের তৈরি গেমটি বেশ মজার। কারণ, গেমটিতে যত বেশি ঘুমানো যাবে, তত বেশি পয়েন্ট পাওয়া যায়।

ম্যাজিক র‍্যামপেজ
রোল প্লেয়িং ঘরানার অ্যাকশন গেমটিতে পছন্দের চরিত্র অনুযায়ী খেলার পাশাপাশি ইচ্ছেমতো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। এরই মধ্যে ১ কোটির বেশিবার নামানো হয়েছে গেমটি।

মাইনক্রাফট
সুইডেনের ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান মোজাং স্টুডিওর তৈরি মাইনক্রাফট স্যান্ডবক্স ঘরানার গেম। স্যান্ডবক্স গেমে নির্দিষ্ট কোনো লক্ষ অর্জন করতে হয় না। আর তাই মাইনক্র্যাফট গেমে নিজের কল্পনা কাজে লাগিয়ে পছন্দের পেশা নির্বাচনের পাশাপাশি আশপাশের পরিবেশ বা প্রকৃতি নিজের ইচ্ছেমতো তৈরি করা যায়। চাইলে পরিকল্পনা করে পুরো শহরও তৈরি করা সম্ভব।

আর্কনাইটস
প্রাণঘাতী এক ভাইরাস ঠেকাতে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে রোডস আইল্যান্ড নামের একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে হয়। লক্ষ্যে সফল হওয়ার জন্য গেমাররা চাইলে বিভিন্ন অপারেটর নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণও দিতে পারেন গেমটিতে।

আউটার প্লেন: স্ট্র্যাটেজি অ্যানিমি
বেস্ট মাল্টি ডিভাইস গেমের তালিকায় সবার ওপরে রয়েছে ‘আউটার প্লেন: স্ট্র্যাটেজি অ্যানিমি’। স্মাইল গেটস হোল্ডিংসের তৈরি গেমটি রোল প্লেয়িং ঘরানার। গ্রাফিকস আর ভিজ্যুয়ালাইজেশন উন্নত মানের হওয়ায় গেমারদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে গেমটি।
সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি