রান্নার পুরো রেসিপি সহজে দেখার সুযোগ দিতে যে সুবিধা আনছে গুগল
অনলাইনে পছন্দের খাবারের রেসিপি সার্চ করেন অনেকেই। আর তাই দ্রুত খাবারের রেসিপি জানার সুযোগ দিতে ‘কুইক ভিউ’ নামের সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে গুগলের সার্চ ফলাফল থেকেই নির্দিষ্ট খাবারের পুরো রেসিপি জানা যাবে। অর্থাৎ রেসিপির তথ্য জানতে কোনো ওয়েবসাইট বা ভিডিওতে প্রবেশ করতে হবে না। এর ফলে দ্রুত বিভিন্ন খাবারের রেসিপি জানার সুযোগ মিলবে।
গুগলের তথ্যমতে, কুইক ভিউ সুবিধা চালু হলে নির্দিষ্ট খাবারের নাম লিখে সার্চ করলেই সেই খাবারের বিভিন্ন তথ্যসহ রান্নার পদ্ধতি পপুলার রেসিপি শিরোনামে দেখা যাবে। এরপর পছন্দের রেসিপির ট্যাবে থাকা কুইক ভিউ অপশনে ক্লিক করলে পূর্ণাঙ্গ রেসিপি দেখা যাবে। কুইক ভিউ সুবিধাটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
কুইক ভিউ সুবিধা চালুর জন্য বিভিন্ন ভিডিও নির্মাতার সঙ্গে কাজ শুরু করেছে গুগল। এ বিষয়ে গুগল জানিয়েছে, ‘প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে ব্যবহারকারীদের যুক্ত করতে আমরা সব সময় নতুন সুবিধা পরীক্ষা করে থাকি। সার্চ ফলাফলে খাবারের পূর্ণাঙ্গ রেসিপি দেখার সুযোগ দিতে এরই মধ্যে আমরা কয়েকজন ভিডিও নির্মাতার সঙ্গে কাজ করছি।’
গুগলের কুইক ভিউ সুবিধা চালু হলে খাবারের ভিডিও ও তথ্যনির্ভর বিভিন্ন ওয়েবসাইটের ভিউ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর তাই এ নিয়ে ভিডিও নির্মাতাদের অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
সূত্র: দ্য ভার্জ