একপেতে যুক্ত হলো আরও ৮ আর্থিক প্রতিষ্ঠান

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এটুআই এবং আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারাসংগৃহীত

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) প্রকল্পের পেমেন্ট প্ল্যাটফর্ম একপেতে নতুন করে ৮টি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। ফলে একপেতে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পেমেন্ট চ্যানেল কাজে লাগিয়ে পরিষেবা বিলসহ সরকারি সেবার ফি দেওয়া যাবে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এটুআই।

নতুন যুক্ত হওয়া আটটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, যমুনা ব্যাংক, আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড (ট্যাপ) এবং ইউসিবি ফিনটেক কোম্পানি (উপায়)।

এটুআই জানিয়েছে, এই আটটি প্রতিষ্ঠানের সব ধরনের পেমেন্ট চ্যানেল (ইন্টারনেট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, মোবাইলে আর্থিক সেবা–এমএফএস, এজেন্ট/রিটেইলার মার্চেন্ট ও ডিজিটাল ওয়ালেট) একপে প্ল্যাটফর্মে যুক্ত হবে। এর আগে ২৪টি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে এটুআই।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মধ্যে এটুআই এবং আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।