স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ

বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখাবে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়কোর্সের ওয়েবসাইটের স্ক্রিনশট

আবারও বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শেখার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ‘কোড ইন প্লেস’ নামের এ কোর্সে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা অনলাইনে অংশ নিতে পারবেন। ২২ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত চলা এই কোর্সে অংশ নেওয়ার জন্য ১২ এপ্রিলের মধ্যে এই ঠিকানায় আবেদন করতে হবে।

স্ট্যানফোর্ডের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিস পিচ ও মেহরান সাহামির উদ্যোগে পরিচালিত কোড ইন প্লেস কোর্সটি পাইথন প্রোগ্রামিং ভাষার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর তাই শিক্ষার্থীরা সহজেই কোর্সটির মাধ্যমে কন্ট্রোল ফ্লো উইথ কারেল, দ্য আর্ট অব কোডিং, কনসোল প্রোগ্রামিং, আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়েবল, গ্রাফিকস, লিস্ট ও ডিকশনারি ইত্যাদি শিখতে পারবেন।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং একই বিশ্ববিদ্যালয়ের পিচ ল্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত কোড ইন প্লেস কোর্সটি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। প্রতি সপ্তাহে একাধিক ভিডিও ক্লাস ছাড়াও একজন মেন্টরের তত্ত্বাবধানে অনলাইনে রিভিউ করার সুযোগ রয়েছে কোর্সটিতে। শুধু তা–ই নয়, শিক্ষার্থীরা চাইলে নিজের পছন্দমতো সময়ে ভিডিও ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন। ফলে সহজেই পাইথন প্রোগ্রামিং শেখা যাবে।

গত বছর আয়োজিত কোড ইন প্লেস কোর্সে অংশগ্রহণকারীদের তালিকায় যুক্তরাষ্ট্র ও ভারতের পর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এ বিষয়ে স্ট্যানফোর্ডের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিস পিচ জানিয়েছেন, বাংলাদেশ কমিউনিটি সব দিক থেকে এই কর্মসূচির অংশ হয়েছে। ভালো শিক্ষার্থী পাওয়ার পাশাপাশি কোর্সের বিভিন্ন বিষয়ও স্ট্যানফোর্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালনা করা হয়েছিল।