তৈরি হলো ‘ম্যানচেস্টার বেবি’

পোশাকি নাম স্মল স্কেল এক্সপেরিমেন্টাল মেশিন, ডাকনাম ম্যানচেস্টার। এটি পৃথিবীর প্রথম স্টোরড প্রোগ্রাম কম্পিউটার।

ম্যানচেস্টার বেবি নামের কম্পিউটারউইকিপিডিয়া

২১ জুন ১৯৪৮
তৈরি হলো ‘ম্যানচেস্টার বেবি’
পোশাকি নাম স্মল স্কেল এক্সপেরিমেন্টাল মেশিন, ডাকনাম ম্যানচেস্টার। এটি পৃথিবীর প্রথম কম্পিউটার, যার মধ্যে প্রোগ্রাম বা সফটওয়্যার সংরক্ষণ করে রাখা যেত (স্টোরড প্রোগ্রাম কম্পিউটার)। এটি তৈরি করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের টম কিলবার্ন, ফেডেরিক সি উইলিয়ামস ও জিওফ টুটিল। ১৯৪৮ সালের ২১ জন ম্যানচেস্টার বেবিতে প্রথম প্রোগ্রাম চালানো হয়। এর মেমোরি ছিল ১ কিলোবিট।

স্ট্রেচ কম্পিউটার
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

২১ জুন ১৯৮১

আইবিএমের স্ট্রেচ কম্পিউটারের বিদায়
আইবিএম তাদের ‘স্ট্রেচ’ মেইনফ্রেম কম্পিউটার আর না চালানোর ঘোষণা দেয়। এটি ছিল ৭০০০ সিরিজের কম্পিউটার। ট্রানজিস্টর দিয়ে তৈরি এটিই ছিল আইবিএমের প্রথম কম্পিউটার। টিউব দিয়ে তৈরি কম্পিউটারের চেয়ে উল্লেখ করার মতো বেশি গতি ছিল এর। ‘স্যাট দি ৭০৩০’ বা স্ট্রেচে ৬৪ বিট ওয়ার্ড আর্কিটেকচারসহ আরও নতুন উদ্ভাবন ছিল। বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহারের জন্য আইবিএম এটি বিক্রি করত।

আরও পড়ুন
এআরএম করটেক্স–এম জিরো

২১ জুন ২০১৮
ক্ষুদ্রতম কম্পিউটার তৈরি হলো মিশিগানে
দৈর্ঘ্য ও প্রস্থ দুইদিকে মাত্র দশমিক ৩ মিলিমিটার, কিন্তু এটিও কম্পিউটার। আসলে এটি মাইক্রোকন্ট্রোলার। আজ থেকে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান পৃথিবীর ক্ষুদ্রতম এই কম্পিউটার তৈরির ঘোষণা দেয়। ‘এআরএম করটেক্স–এম জিরো’ নাম এই মাইক্রোকন্ট্রোলারের। একদিকে এর কার্যক্ষমতা বেশি, অন্যদিকে এটি জ্বালানিসাশ্রয়ী।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ, উইকিপিডিয়া

আরও পড়ুন