ইন্টারনেটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একক উন্নয়ন বলেন বিল গেটস

ইন্টারনেটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একক উন্নয়ন বলেন বিল গেটস।মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এই দিনে ইন্টারনেটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একক উন্নয়ন বলে ঘোষণা দেন।

বিল গেটস

২৬ মে ১৯৯৫
ইন্টারনেটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একক উন্নয়ন বলেন বিল গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এই দিনে ইন্টারনেটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একক উন্নয়ন বলে ঘোষণা দেন। বিল গেটস উপলব্ধি করেছিলেন তাঁর প্রতিষ্ঠান মাইক্রোসফট ইন্টারনেটের প্রভাব এবং জনপ্রিয়তা বোঝার সময়টা ধরতে পারেনি। ১৯৯৫ সালের ২৬ মে ‘দ্য ইন্টারনেট টাইডাল ওয়েভ’ শিরোনামে কর্মীদের উদ্দেশে লেখা এক বার্তায় আইবিএম পার্সোনাল কম্পিউটারের পর ইন্টারনেটকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একক উন্নয়ন বলে অভিহিত করেন বিল গেটস। বার্তায় তিনি এ–ও বলেন, এটি হলো সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার বিষয়।

সত্য পাল আসিজা

২৬ মে ১৯৮১
সফটওয়্যারের প্রথম পেটেন্ট পান সত্য পাল আসিজা
১৯৮১ সালের ২৬ মে যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস (ইউএসপিটিও) প্রথমবারের মতো একটি কম্পিউটার সফটওয়্যারের পেটেন্ট অনুমোদন করে। সত্য পাল আসিজাকে সফটওয়্যারের জন্য ৪,২৭০,১৮২ নম্বর পেটেন্ট দেওয়া হয়। ভিডিও গেম যে কম্পিউটার, সেটিও এই পেটেন্টের মাধ্যমে স্বীকৃতি পায়। প্রথম পেটেন্টের সফটওয়্যারের নাম সুইফট–আনসার। এটি সহজাত ভাষানির্ভর ইন্টারফেস প্রোগ্রাম। শব্দ নিয়ে খেলা যেত এতে।

রয়টার্স

২৬ মে ২০১০

অ্যাপল ছাড়িয়ে গেল মাইক্রোসফটকে

সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানি হিসেবে মাইক্রোসফটকে ছাপিয়ে যায় অ্যাপল কম্পিউটার। ২০১০ সালের এই দিনে পুঁজিবাজারে অ্যাপলের মূল্যমান মাইক্রোসফটের মূল্যকে অতিক্রম করে। এর মূল কারণ ছিল অ্যাপলের তৈরি করা আইফোন। ওয়াল স্ট্রিটের সবচেয়ে মূল্যবান কোম্পানির শিরোপা অ্যাপলের মাথায় ছিল ২০২০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত।