বিশ্বের দ্রুততম মানবাকৃতির রোবট তৈরির রেকর্ড

‘এইচ ১ ইভল্যুশন ভিথ্রি.০’ রোবটসংগৃহীত

বিশ্বের দ্রুততম মানবাকৃতি বা হিউম্যানয়েড রোবট তৈরি করেছে চীনের ইউনিট্রি রোবোটিকস। ‘এইচ ১ ইভল্যুশন ভিথ্রি.০’ নামের রোবটটি ঘণ্টায় ১১ মাইল বা ১৭ দশমিক ৭ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য বজায় রাখতে সক্ষম রোবটটির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি আর ওজন ৫০ কিলোগ্রামের চেয়ে কম।

সম্প্রতি ‘এইচ ১ ইভল্যুশন ভিথ্রি.০’ রোবটের একটি ভিডিও প্রকাশ করেছে ইউনিট্রি রোবোটিকস। সেখানে রোবটটিকে গানের তালে তালে নাচার পাশাপাশি দ্রুত দৌড়াতে দেখা গেছে। অন্য প্রতিষ্ঠানের তৈরি কোনো মানবাকৃতির রোবট এত দ্রুত দৌড়াতে পারে না। মানুষের মতো বেঁকে হাঁটু ও গোড়ালি ভাঁজ করতে পারায় রোবটটি সহজে সিঁড়ি বেয়ে উঠতে বা নামতে পারে। এমনকি পেছনের দিকে তাকিয়ে সামনেও দৌড়াতে পারে রোবটটি।

ইউনিট্রি রোবোটিকস জানিয়েছে, শক্তিশালী সেন্সর ও ক্যামেরার মাধ্যমে রোবটটি আশপাশের বিভিন্ন বাধা এড়িয়ে পথচলার পাশাপাশি বিভিন্ন কঠিন কাজ করতে পারে। ৭ দশমিক ৪ মাইল গতিতে হাঁটতে সক্ষম রোবটটির দাম ধরা হয়েছে ১ কোটি ৯৯ হাজার ইউরো বা প্রায় ১২০ কোটি ১৮ লাখ টাকা (প্রতি ইউরোর বিনিময় মূল্য ১১৯ টাকা ধরে)। আগামী কয়েক মাসের মধ্যেই রোবটটি বাসাবাড়ি, কর্মক্ষেত্র বা শিল্পকারখানায় ব্যবহার করা যাবে।

সূত্র: লাইভ সায়েন্স