মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বিল গেটস ও মার্ক জাকারবার্গের অভিজ্ঞতা

মুকেশ আম্বানির ছেলের প্রাক্‌-বিয়ের একটি অনুষ্ঠানে মার্ক জাকারবার্গ ও বিল গেটস (ডানে)রয়টার্স

সিএনএন থেকে শুরু করে বিশ্বের বড় বড় গণমাধ্যমে কয়েক দিন ধরেই এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের প্রাক্‌-বিয়ের অনুষ্ঠান নিয়ে নানান খবর দেখা যাচ্ছে। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিয়ের আয়োজন শুরু হয় ১ মার্চ। চলে ৩ মার্চ পর্যন্ত। জাঁকজমকপূর্ণ তিন দিনের এ আয়োজনে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের তারকা ও আলোচিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেই তালিকায় দেখা গেছে বিল গেটস আর মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তিজগতের তারকাদেরও।

ভারতীয় বিয়ের অভিজ্ঞতা জানালেন বিল গেটস

ভারতের গুজরাটের জামনগরে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিয়ে উৎসবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো ভারতীয় বিয়েতে যোগ দিতে পেরে খুব উচ্ছ্বসিত। আমি সবচেয়ে বড় বিয়েতে এসেছি। এর পরে আরেকটি ভারতীয় বিয়েতে যাওয়া কঠিন হবে। আমি আম্বানি পরিবার সম্পর্কে জানি। তারা আমার সফরের বিষয়টি মাথায় রেখেছে যেন আমি উপস্থিত হতে পারি। আমি বিয়েতে ভারতীয় পোশাক পরেছিলাম। মজার অভিজ্ঞতা হয়েছে।’
বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে বিল গেটসের সঙ্গী ছিলেন তাঁর বান্ধবী পলা হার্ড। পলা হার্ড অনুষ্ঠানের ড্রেসকোড মেনে পরেছিলেন এলিগ্যান্ট ককটেল ড্রেস। পলা হার্ডের সাবেক স্বামী ওরাকলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক হার্ড। বিল ও পলা দুই বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন।

মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান
এএফপি

জাঁকজমক পোশাকে মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান

অনন্ত ও রাধিকার বিয়েতে যোগ দিয়েছিলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। ইনস্টাগ্রামে এক বার্তায় নিজের অভিজ্ঞতা তুলে ধরে মার্ক জাকারবার্গ জানান, ভারতীয় বিয়ের অনুষ্ঠান দারুণ। অনন্ত ও রাধিকাকে অভিনন্দন। অনন্তের হাতঘড়ির প্রশংসাও করেন মার্ক জাকারবার্গ।

প্রাক্‌-বিয়ের আয়োজনে মার্ক রাহুল মিশ্রের নকশা করা সুন্দরবন ডিজাইনের একটি হাতে সেলাই করা শার্ট পরেছিলেন। সেই পোশাক দেখে বিল গেটস এক পোস্টে লেখেন, ‘জ্যাক, তোমাকে দারুণ লাগছে।’

প্রযুক্তিজগতের অন্য তারকাদের অংশগ্রহণ

প্রাক্‌-বিয়ের অনুষ্ঠানে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইসহ বিভিন্ন দেশের আলোচিত প্রযুক্তি উদ্যোক্তারাও অংশ নিয়েছিলেন। নেদারল্যান্ডসের অটোমোবাইল প্রতিষ্ঠান স্টেলান্টিসের চেয়ারম্যান জন এলকান, মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকরকের সহপ্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্ক, ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব ইগার, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা ও তাঁর স্ত্রী নাতাশা পুনাওয়ালাও যোগ দেন বিয়ের অনুষ্ঠানে।
সূত্র: টাইম ম্যাগাজিন ও লাইভ মিন্ট