ক্লাউডভিত্তিক নিজস্ব তথ্যভান্ডার চালু করবে সরকার

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডিসিসিএল ও জেননেক্সট টেকনোলজির কর্মকর্তারাসংগৃহীত

নিজস্ব প্রযুক্তি ও জনবলের মাধ্যমে যৌথভাবে ক্লাউডভিত্তিক তথ্যভান্ডার বা ডেটা সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল)। এ জন্য গতকাল বৃহস্পতিবার দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান জেননেক্সট টেকনোলজির সঙ্গে চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, ‘মেঘনা ক্লাউড’ নামের এই তথ্যভান্ডারে সরকারি ও বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান সহজেই তথ্য জমা রাখতে পারবে। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের সমন্বয়ে তথ্যভান্ডারের উপযোগী গবেষণা এবং উন্নয়নকেন্দ্রও তৈরি করা হবে।

বিডিসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী এবং জেননেক্সট টেকনোলজির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং বিডিসিসিএলের চেয়ারম্যান এন এম জিয়াউল আলম উপস্থিত ছিলেন।