অ্যানিমেশন শোর নতুন পর্বের কাহিনি গড়ে উঠেছে চ্যাটজিপিটির ব্যবহারকে কেন্দ্র করে। পর্বের শুরুতেই দেখা যায় যুক্তরাষ্ট্রের সাউথ পার্ক এলিমেন্টারি বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী বাড়ির কাজ (হোমওয়ার্ক) করার জন্য চ্যাটজিপিটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। শুধু তা–ই নয়, চ্যাটজিপিটির মাধ্যমে এক শিক্ষার্থী তাঁর মেয়ে বন্ধুদের বিভিন্ন বার্তা পাঠাতে থাকে। এরপর চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ে অ্যানিমেশন শোতে বিভিন্ন মজার ঘটনা ঘটতে থাকে।

উল্লেখ্য, টেলিভিশনে প্রচারিত সাউথ পার্ক অ্যানিমেশন শো শিশুদের কাছে খুবই জনপ্রিয়। অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই অ্যানিমেশন শোর নির্মাতা ট্রে পার্কার এবং ম্যাট স্টোন।
সূত্র: ডেইলি মেইল