মঙ্গলে নামে নাসার ভাইকিং-২

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভাইকিং কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলগ্রহের মাটিতে নামে ভাইকিং-২ নভোযান।

ভাইকিং–২ নভোযানউইকিমিডিয়া

৩ সেপ্টেম্বর ১৯৭৬
মঙ্গলে নামে নাসার ভাইকিং-২
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভাইকিং কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলগ্রহের মাটিতে নামে ভাইকিং-২ নভোযান। এটি ১৯৭৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ১৯৮০ সালের ১২ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৩১৬ দিন মঙ্গলগ্রহে সক্রিয় ছিল।

ভাইকিং-২ ল্যান্ডার–২ ক্যামেরায় তোলা হয় মঙ্গলের ছবি
উইকিমিডিয়া

ভাইকিং-২–এর কাজ ছিল মঙ্গলগ্রহের ছবি পৃথিবীতে পাঠানো এবং মঙ্গলের মাটির বিশ্লেষণ করা। ভাইকিং-২-এর অরবিটার ১৯৭৮ সালের ২৫ জুলাই পর্যন্ত মঙ্গলগ্রহ ঘিরে থাকা ৭০৬টি কক্ষপথ প্রদক্ষিণ করে ১৬ হাজার ছবি তুলেছিল।
ক্যাপশন:

১৯৮৩ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র উৎসবের একটি স্মারক
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

৩ সেপ্টেম্বর ১৯৮২
স্টিভ ওজনিয়াকের ‘যুক্তরাষ্ট্র উৎসব’ শুরু
১৯৮১ সালে একটি বিমান দুর্ঘটনার পর অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক অ্যাপল থেকে ছুটি নেন। এই সময়টাতে ওজনিয়াক যুক্তরাষ্ট্র উৎসব (ইউএস ফেস্টিভ্যাল) শুরু করেন। এটি ছিল খোলা মাঠে কনসার্ট ও প্রযুক্তি প্রদর্শনের আয়োজন। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্যান বার্নাডিনোতে ১৯৮২ সালের ৩ সেপ্টেম্বর প্রথম উৎসবের আয়োজন করা হয়, শ্রম দিবসের ছুটিতে। শীতাতপনিয়ন্ত্রিত বড় বড় তাঁবু ফেলে প্রযুক্তির প্রদর্শনী এবং অত্যাধুনিক মঞ্চে বসে গানবাজনার আসর। তিন দিনের এ উৎসবে জনপ্রিয় গানের দল বি-ফিফটিটু’স, টকিং হেডস, ইংলিশ বিট ও হেডলাইনারস গান গায়। ১৯৮৩ সালেও এই উৎসব হয়েছিল। কিন্তু দুবারের আয়োজনে দুই কোটি ডলারের বেশি লোকশান গুনতে হয়েছিল স্টিভ ওজনিয়াককে।

পিয়েরে ওমিজা
উইকিমিডিয়া

৩ সেপ্টেম্বর ১৯৯৫
পিয়েরে ওমিজা ইবে প্রতিষ্ঠা করলেন
নিলামভিত্তিক বিশ্বখ্যাত ই-কমার্স ওয়েবসাইট ই-বে প্রতিষ্ঠা করেন পিয়েরে ওমিজা। ডটকম বিপ্লবের শুরুতে ইবে যথেষ্ট সফলতা দেখায়। এখন ৩২টি দেশ থেকে পরিচালিত হয় ইবে। অনলাইন নিলাম ও কেনাকাটার জন্য ইবের জনপ্রিয়তা বিশ্বজুড়ে।