এসিএমের সহপ্রতিষ্ঠাতা এডমুন্ড বার্কলের জন্ম

কম্পিউটার বিজ্ঞান ও শিক্ষার সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারির (এসিএম) প্রতিষ্ঠাতা এডমুন্ড বার্কলে জন্মগ্রহণ করেন।

এডমুন্ড বার্কলেকম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

২০ মার্চ ১৯০৯
এসিএমের সহপ্রতিষ্ঠাতা এডমুন্ড বার্কলের জন্ম
কম্পিউটার বিজ্ঞান ও শিক্ষার সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারির (এসিএম) প্রতিষ্ঠাতা এডমুন্ড বার্কলে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক বার্কলে হার্ভার্ডের মার্ক–টু কম্পিউটার নির্মাণে যুক্ত ছিলেন। মার্ক–টু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর তালিকাভুক্ত ছিল।

এডমুন্ড বার্কলের লেখা ‘জায়ান্ট ব্রেইনস অর মেশিন দ্যাট থিংক’ বই ও এসিএমের কমিউনিকেশনস সাময়িকী
উইকিমিডিয়া

১৯৪৭ সালে এডমুন্ড সহপ্রতিষ্ঠাতা হিসেবে এসিএম প্রতিষ্ঠা করেন। তিনি কম্পিউটারবিষয়ক জায়ান্ট ব্রেইনস অর মেশিন দ্যাট থিংক গ্রন্থের প্রণেতা। এটা ছিল কম্পিউটারের প্রথম দিকের বই। এসিএম প্রকাশিত সাময়িকী কমিউনেশনস অব দ্য এসিএম–এর পেছনেও রয়েছে বার্কলের অবদান। ১৯৮৮ সালের ৭ মার্চ এডমুন্ড বার্কলে মারা যান।  

সম্প্রচারের যন্ত্রপাতিসহ নিজের গাড়িতে জাস্টিন ইজরেক
উইকিমিডিয়া

২০ মার্চ ১৯৮৪
ইউটিউবার জাস্টিন ইজরেকের জন্ম
মার্কিন  ইউটিউবার জাস্টিন ইজরেক যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গে জন্মগ্রহণ করেন। ইউটিউবে ‘আইজাস্টিন’ নামে পরিচিত জাস্টিন ইজরেকের ভিডিও দেখা হয়েছে ১৪৩ কোটি বারের বেশি। ইজরেক জাস্টিন ডট টিভিতে নিজের দৈনন্দিন কর্মকাণ্ডের ভিডিও সরাসরি সম্প্রচার বা ‘লাইফকাস্ট’ করে দর্শকদের নজর কাড়েন। ‘লাইফকাস্টিং স্টার’ হিসেবে ইজরেক পরিচিতি পেয়েছেন। তাঁকে নিউ মিডিয়া তারকা ও ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় লাইফকাস্টার হিসেবে গণ্য করা হয়। ইউটিউবে তাঁর চ্যানেল আইজাস্টিনেই মূলত ভিডিও প্রকাশ করেন এই তারকা। এই চ্যানেলের গ্রাহকসংখ্যা ৭১ লাখের বেশি। ইজরেকের জনপ্রিয়তা এমন যে একবার তিনি একটি চিজবার্গার অর্ডার করার ভিডিও ইউটিউবে প্রকাশ করেন। সেই ভিডিও এক সপ্তাহে ছয় কোটি ভিউ পেয়েছিল।

আইজাস্টিন নামে পরিচিত জাস্টিন ইজরেক
গ্লেন ফ্রান্সিস/উইকিমিডিয়া

‘৩০০ পৃষ্ঠার আইফোন বিল’–এর জন্যও খ্যাত জাস্টিন ইজরেক। ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসার পর এটিঅ্যান্ডটির সংযোগসহ সেটি ব্যবহার শুরু করেন ইজরেক। প্রথম মাসে এটিঅ্যান্ডটি থেকে ফোনের যে বিল আসে, সেটি ছিল ৩০০ পৃষ্ঠার পিডিএফ। এই বিল নিয়ে ভিডিও করেন ইজরেক। সেই ভিডিও ভাইরাল হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পায়।

৩০০ পৃষ্ঠার আইফোন বিল নিয়ে ইজরেকের ভিডিও
উইকিমিডিয়া

১৮ লাখ অনুসারী নিয়ে শীর্ষ ১০০০ টুইটার (বর্তমান এক্স) ব্যবহারকারীর একজন ইজরেক। জাস্টিন ইজরেক অ্যানোয়িং অরেঞ্জ নামে ইউটিউব কমেডি সিরিজে অভিনয় করেন। ২০১৬ সালে তিনি দ্য নিউ সেলিব্রিট অ্যাপ্রেন্টিস প্রতিযোগিতায় আর্নল্ড শোয়ার্জেনেগারের উপদেষ্টা হিসেবে কাজ করেন। জাস্টিন নানা ধরনের প্রযুক্তি পণ্যের পর্যালোচনা করে থাকেন, বিশেষ করে অ্যাপলের আইফোন, আইপ্যাড ও ম্যাকবুকের। তিনি ওয়েবি পুরস্কার (২০১১), টিন চয়েজ অ্যাওয়ার্ড চয়েস ওয়েব স্টার (২০১০) ও স্টিমি অ্যাওয়ার্ডস সেরা ব্লগার পুরস্কার (২০১০) পেয়েছেন।

সিসকোর প্রতীক
রয়টার্স

২০ মার্চ ২০০৩
লিঙ্কসিস কেনার ঘোষণা দিল সিসকো
কম্পিউটার নেটওয়ার্ক পণ্য নির্মাতা সিসকো সিস্টেমস ইনকরপোরেটেড ৫০ কোটি মার্কিন ডলারে আরেক নেটওয়ার্ক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লিঙ্কসিস কিনে নেওয়ার ঘোষণা দেয়। পরে সিসকো লিঙ্কসিসের ব্যবসা অধিগ্রহণ করে।