ফেসবুক টাইমলাইনের ত্রুটি ঠিক হয়েছে

ফেসবুক টাইমলাইনে থাকা পোস্ট আবারও দেখা যাচ্ছেরয়টার্স

ফেসবুকের টাইমলাইনে ত্রুটি ঠিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী নিজেদের টাইমলাইনে থাকা কোনো পোস্ট দেখতে পাচ্ছিলেন না। শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েন। নেটওয়ার্ক মনিটরিংয়ের গ্লোবাল প্ল্যাটফর্ম ওকলার ডাউন ডিটেক্টর সাইটের তথ্যমতে, ১৬ এপ্রিল সকাল ৮টা ৫৫ মিনিট থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফেসবুক ব্যবহারকারীদের টাইমলাইনে ত্রুটি দেখা দেয়।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকালে কয়েক ঘণ্টা ফেসবুক টাইমলাইনে নিজের কোনো পোস্ট দেখতে পাচ্ছিলাম না। বেলা ১টা ৩০ মিনিটের পরে স্বাভাবিকভাবে টাইমলাইন দেখতে পাচ্ছি। মো. জুলকারনাইন নামের এক চিকিৎসক বলেন, সকালে ফেসবুক টাইমলাইনে কোনো পোস্ট দেখতে না পেয়ে চমকে গিয়েছিলাম। সে সময় একটি ভিডিও পোস্ট করলেও  বুঝতে পারছিলাম না সেটি ঠিকমতো পোস্ট হয়েছে কি না। এখন সব স্বাভাবিক। জিমেইল বা ইউটিউবে সমস্যা হলে ই–মেইলের মাধ্যমে ব্যবহারকারীদের জানানো হয়। কিন্তু ফেসবুক তা করে না। ফলে ফেসবুক আইডি হ্যাকড হলো কি না, তা নিয়ে দুশ্চিন্তা হয়।

আরও পড়ুন

বিশ্বের বিভিন্ন দেশে টাইমলাইনে ত্রুটি দেখা দিলেও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিউজরুমের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। প্রথম আলোর পক্ষ থেকে মেটার স্থানীয় জনসংযোগ প্রতিষ্ঠান ফোরথট পিআরের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও মেটার সিঙ্গাপুর কার্যালয়ের বরাত দিয়ে কোনো তথ্য জানাতে পারেনি।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ৫ মার্চ রাত নয়টার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যা দেখা দেয়। শুধু তা–ই নয়, যাঁরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে লগইন অবস্থায় ছিলেন, তাঁরাও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। পরে রাত সাড়ে ১০টার পর থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম সচল হয়।