বিট–বাইট

স্মার্টফোন থেকে তথ্য চুরি করছে চার অ্যাপ

স্মার্টফোন থেকে ব্যাংকিং তথ্য সংগ্রহ করা চারটি অ্যাপের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ‘ফাইলভয়েজার’, ‘এক্স-ফাইল ম্যানেজার’, ‘লাইটক্লিনার এম’ এবং ‘ফোনএইড, ক্লিনার, বুস্টার ২.৬’ নামের অ্যাপগুলো নামালেই ভয়ংকর শার্কবট ম্যালওয়্যার প্রবেশ করে স্মার্টফোনে। ম্যালওয়্যারটি স্মার্টফোনে থাকা ব্যাংক অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড সংগ্রহ করে নিয়মিত নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে থাকে। ফলে ব্যবহারকারীদের অজান্তেই সাইবার অপরাধীরা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ চুরি করতে পারেন। ম্যালওয়্যার থাকার কথা জানতে পেরে গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। নিরাপদ থাকতে স্মার্টফোন থেকে দ্রুত অ্যাপগুলো মুছে ফেলার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ওয়াচওএস হালনাগাদ করল অ্যাপল

অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য সুখবর। ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি মেনে নিজেদের তৈরি স্মার্ট ঘড়িতে পাওয়ার সেভিং মোড সুবিধা যুক্ত করেছে অ্যাপল। এ জন্য অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেম ‘ওয়াচওএস ৯’ হালনাগাদও করেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, স্মার্ট ঘড়ির ব্যাটারির চার্জ ১০ শতাংশের কম হলেই স্বয়ংক্রিয়ভাবে সেভিং মোড সুবিধা চালু হয়ে যাবে। শুধু তা–ই নয়, চার্জ করার সময় স্মার্ট ঘড়ির ব্যাটারি ৮০ শতাংশ চার্জ হলে নিজ থেকে বন্ধও হয়ে যাবে। এতে পাওয়ার সেভিং মোড সুবিধা বারবার চালু বা বন্ধ করতে হবে না। ব্যবহারকারীরা চাইলে এ সুবিধা বন্ধও রাখতে পারবেন।

সূত্র: ইন্ডিয়া টাইমস

দূরত্ব মাপার ডিজিটাল যন্ত্র

লেজার রশ্মি কাজে লাগিয়ে এক দেয়াল থেকে অন্য দেয়ালের দূরত্ব মাপতে পারে মিজর নামের এই যন্ত্র। এই যন্ত্রটি ভবনের নকশা স্ক্যান করে নির্দিষ্ট স্থানের দূরত্ব জানাতে পারে। সর্বোচ্চ ৮২ ফুট দূরত্ব মাপতে সক্ষম যন্ত্রটির দাম ২২৯ ডলার।

সূত্র: ম্যাশেবল