নারীদের কাজের পরিবেশ তৈরি করতে হবে

প্যানেল আলোচনায় বক্তারাপ্রথম আলো

নারী-পুরুষ সমানভাবে অর্থনীতিতে অবদান রাখলেই একটি দেশ উন্নত দেশে পরিণত হতে পারে। তাই দেশকে এগিয়ে নেওয়ার জন্য পুরুষের পাশাপাশি নারীদের কাজের পরিবেশ তৈরি করতে হবে। নারীরা যে কাজে দক্ষ, সে কাজই তাদের করা উচিত। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা উই সামিটে আয়োজিত ‘নারী উদ্যোক্তাদের ডিজিটাল অর্থনীতিতে অন্তর্ভুক্তি’ শীর্ষক প্যানেল আলোচনায় এ তথ্য জানানো হয়।

মেটলাইফ বাংলাদেশের করপোরেট বিজনেস বিভাগের প্রধান নাফিস এ আহমেদ বলেন, করোনা মহামারির সময়ে আমাদের দেশে অর্থনৈতিক রূপান্তর সবচেয়ে বেশি হয়েছে। শুধু ব্যবসা নয়, প্রতিটি ক্ষেত্রে এসেছে বিশাল পরিবর্তন। নারীদেরও এই পরিবর্তনের সঙ্গে যুক্ত হতে হবে।

ব্যাংক এশিয়ার নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের প্রধান রিফাত আঞ্জুম বলেন, উদ্যোক্তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যাংকিং সেবাকে নারী উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঋণসুবিধাসহ বিভিন্ন বিষয়ে নারী উদ্যোক্তাদের সহায়তা করছে ব্যাংক এশিয়া।

বিকাশের গ্রাহকসেবা বিভাগের প্রধান নিশাত রহমান বলেন, লেনদেনের ক্ষেত্রে প্রযুক্তিসহায়তা উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ। পণ্যের বিক্রয়মূল্য উদ্যোক্তাদের কাছে সহজে ও নিরাপদে পৌঁছে দিতে আমরা কাজ করছি।