কিশোর-কিশোরীদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা চালু করছে স্ন্যাপচ্যাট

নতুন নিরাপত্তা সুবিধা চালু করছে স্ন্যাপচ্যাটস্ন্যাপচ্যাট

অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঠেকাতে কিশোর-কিশোরীদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা চালু করছে স্ন্যাপচ্যাট। নতুন এ নিরাপত্তা সুবিধা চালু হলে অপরিচিত কোনো ব্যক্তি বার্তা পাঠালে বা বন্ধুত্বের অনুরোধ জানালে কিশোর-কিশোরীদের সতর্ক করবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। ফলে কিশোর-কিশোরীরা সেসব অনুরোধ সম্পর্কে সচেতন হতে পারবে।

স্ন্যাপচ্যাটের তথ্যমতে, ১৩ থেকে ১৭ বছর বয়সীদের নিরাপদে অ্যাপ ব্যবহারের সুযোগ দিতেই এ সুবিধা চালু করা হচ্ছে। নতুন এ পদ্ধতিতে অপরিচিত ব্যক্তিদের বিষয়ে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি কিশোর-কিশোরীদের অনুপযুক্ত আধেয় বা কনটেন্ট ব্লক করে প্রেরকদের অ্যাকাউন্টে স্ট্রাইক দেওয়া হবে। একাধিকবার স্ট্রাইক পেলে অ্যাকাউন্ট বাতিলও করা হবে। এর ফলে কিশোর-কিশোরীরা নিরাপদে স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক নিজস্ব চ্যাটবট চালুর পর সম্প্রতি চ্যাটবটের নিরাপত্তায় সেফটি টুল চালু করেছে স্ন্যাপচ্যাট। টুলটি চালুর ফলে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তিনির্ভর চ্যাটবটটি ব্যবহারকারীদের বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্নের দিয়ে থাকে। শুধু তা-ই নয়, কিশোর-কিশোরীদের সঙ্গে চ্যাটবটের আদান-প্রদান করা বার্তা বা ছবি দেখারও সুযোগ পেয়ে থাকেন অভিভাবকেরা।
সূত্র: টেক ক্র্যাঞ্চ