ইউটিউবে চালু হচ্ছে চ্যাটবট, যেসব সুবিধা পাওয়া যাবে

ইউটিউবে চ্যাটবট ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর জানা যাবেগুগল

ব্যবহারকারী ও ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ও এআই টুল চালু করতে যাচ্ছে ইউটিউব। চ্যাটজিপিটির আদলে তৈরি চ্যাটবটটি ইউটিউব ভিডিওর নিচে যুক্ত করা হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। অন্যদিকে এআই টুলটির মাধ্যমে নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও সম্পর্কে দর্শকদের মতামতের সারসংক্ষেপ দ্রুত জানতে পারবেন।

গুগলের তথ্য মতে, ইউটিউবে ভিডিও দেখার সময় সেখানে থাকা বিভিন্ন তথ্য বা দৃশ্যের বিষয়ে প্রশ্ন করলেই বিস্তারিতভাবে জানাবে চ্যাটবটটি। পাশাপাশি অন্য নির্মাতাদের তৈরি একই বিষয়ের ভিডিও দ্রুত খুঁজে দেবে। এমনকি শিক্ষামূলক ভিডিওগুলোয় থাকা বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে কুইজেও অংশ নেওয়া যাবে চ্যাটবটটির মাধ্যমে। এর ফলে দর্শকেরা ভিডিওতে থাকা বিষয়বস্তু সম্পর্কে বর্তমানের তুলনায় ভালোভাবে জানতে পারবেন।

আরও পড়ুন

অপর এআই টুলটি মূলত ভিডিও নির্মাতাদের জন্য। টুলটি চালু হলে নিজেদের তৈরি ভিডিওতে থাকা অসংখ্য মন্তব্য না পড়েই দর্শকদের মতামতের সারসংক্ষেপ বিষয় অনুযায়ী ভাগ করে জানা যাবে। এর ফলে কতজন ভালো বা খারাপ মন্তব্য করেছেন, তা দ্রুত জানা যাবে। এমনকি দর্শকদের দেওয়া বিভিন্ন পরামর্শেরও মূল বিষয়গুলো সম্পর্কেও জানার সুযোগ মিলবে।

আরও পড়ুন

ইউটিউবে কবে নাগাদ চ্যাটবট ও এআই টুল চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি গুগল। এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী ব্যক্তিদের ওপর চ্যাটবট ও এআই টুলটির কার্যকারিতা পরখ করা হচ্ছে। প্রাথমিকভাবে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারী ব্যক্তিরা এসব সুবিধা ব্যবহার করতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ভার্জ

আরও পড়ুন