প্রযুক্তির এই দিনে: ১৭ অক্টোবর
চালু হলো আইএমডিবি, ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্যভান্ডার
বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নিয়ে ইন্টারনেটে চালু হলো ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। এই অনলাইন তথ্যভান্ডারে আছে চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, পডকাস্ট, হোম ভিডিও, ভিডিও গেমসের তথ্য।
১৭ অক্টোবর ১৯৯০
আইএমডিবি: ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্যভান্ডার
বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নিয়ে ইন্টারনেটে চালু হলো ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। এটি একটি অনলাইন তথ্যভান্ডার, যাতে আছে চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, পডকাস্ট, হোম ভিডিও, ভিডিও গেমস ইত্যাদির তথ্য। পাশাপাশি অভিনয়শিল্পীসহ, কলাকুশলী, নির্মাতাদের তথ্যও আছে আইএমডিবিতে। পাশাপাশি রয়েছে পর্যালোচনা। ইউজনেটে ব্যবহারকারীদের আলোচনা, পছন্দের ছবির তথ্য দিয়ে আইএমডিবির শুরু ১৯৯০ সালে। ওয়েবসাইট হিসেবে এটি আত্মপ্রকাশ করে ১৯৯৩ সালে। ১৯৯৮ সাল থেকে এটি অ্যামাজন ডটকমের অঙ্গপ্রতিষ্ঠান। ২০১৯ সালে অ্যালেক্সার হিসাবে বিশ্বে বেশি দেখা হয়, এমন ওয়েবসাইটের তালিকায় আইএমডিবি ছিল ৫২তম স্থানে। ২০২২ সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী, ১ কোটি ১ লাখ চলচ্চিত্র, টিভি অনুষ্ঠান (পর্বসহ) রয়েছে আইএমডিবিতে। এই তথ্যভান্ডারে রয়েছে ১ কোটি ১৫ লাখ ব্যক্তিগত ভিডিও-অডিও। আইএমডিবির নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ৩০ লাখ।
১৭ অক্টোবর ১৯৯৪
পারসোনাল কম্পিউটার কমিয়ে ফেলল আইবিএম
নয়টি থেকে কমিয়ে চারটি মডেলের পারসোনাল কম্পিউটার (পিসি) নির্মাণ করার ঘোষণা দেয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। নতুন মডেলের কিছু কম্পিউটার সম্পর্কে ক্রেতারা ‘আইবিএম পিসি’ ব্র্যান্ড নামের কথাই মনে করেন। মডেল কমানোর এটাও এক কারণ বলে আইবিএম উল্লেখ করেছিল। নতুন পরিকল্পনা অনুযায়ী, আইবিএম চারটি নামে পিসি তৈরি করতে থাকে। সেগুলো হলো বাণিজ্যিক কাজের জন্য ডেস্কটপ আইবিএম পিসি, নেটওয়ার্কে ব্যবহারের জন্য আইবিএম পিসি সার্ভার, বহন করার জন্য থিঙ্কপ্যাড এবং ঘরোয়া ব্যবহারের জন্য অ্যাপটিভা।
১৭ অক্টোবর ২০১২
টেলিভিশনের জন্য আলট্রা হাই ডেফিনেশন মান ঘোষণা
কনজিউমার ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন টেলিভিশনের জন্য নতুন আলট্রা হাই ডেফিনেশন মানের ঘোষণা দেয়। আলট্রা হাই ডেফিনেশন টেলিভিশন আলট্রা এইচডি টেলিভিশন, আলট্রা এইচডি, ইউএইচডিটিভি, ইউএইচডি ও সুপার হাই ভিশন নামেও পরিচিত। হালে ফোরকে ইউএইচডি ও এইটকে ইউএইচডিও এই মানের মধ্যেই পড়ে। এই মানে দুই সংখ্যার ভিডিও ফরম্যাট ও ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও হতে হবে।
টেলিভিশন পর্দায় এমন মানের ছবি দেখা যাবে, সেই প্রস্তাব প্রথম করেছিল এনএইচকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ল্যাবরেটরি। এই কারিগরি মান আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) অনুমোদন করেছিল।
২০১২ সালের ১৭ অক্টোবর কনজ্যুমার ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশন ঘোষণা দেয়, আলট্রা হাই ডেফিনেশন বা আলট্রা এইচডি টিভিতে ১৬:৯ অ্যাসপেক্ট রেশিও বা এর থেকে প্রশস্ত এবং অন্তত একটি ডিজিটাল ইনপুট আছে এমন ভিডিও দেখাতে হবে।
মূলত দুইটি রেজ্যুলেশন ইউএইচডিটিভির মান হিসেবে গণ্য হয়। একটি হলো পাশে ৩৮৪০ পিক্সেল ও উচ্চতায় ২১৬০ পিক্সেল (৮ দশমিক ৩ মেগাপিক্সেল)। যা ১৯২০ x ১০৮০ পিক্সেলের (২ দশমিক ০৭ মেগাপিক্সেল) এইচডিটিভির চারগুণ। অন্যদিকে ২১৬০ পিক্সেল ও ফোরকে টিভিও ইউএইচডি হিসেবে পরিচিত।