ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন অ্যালফাবেট প্রতিষ্ঠা করেন

গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একাধিক প্রযুক্তি উদ্যোগের নিয়ন্ত্রক কোম্পানি হিসেবে অ্যালফাবেট প্রতিষ্ঠা করেন। এরপর গুগল ও তাদের অন্যান্য কোম্পানি অ্যালফাবেটের অধীন চলে যায়।

মাউন্টভিউয়ের গুগলপ্লেক্সে অ্যালফাবেটের সদর দপ্তরউইকিমিডিয়া

২ অক্টোবের ২০১৫
ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন অ্যালফাবেট প্রতিষ্ঠা করেন
গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একাধিক প্রযুক্তি উদ্যোগের নিয়ন্ত্রক কোম্পানি হিসেবে অ্যালফাবেট প্রতিষ্ঠা করেন। এরপর গুগল ও তাদের অন্যান্য কোম্পানি অ্যালফাবেটের অধীন চলে যায়। বহুজাতিক এই মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউনটেইন ভিউতে অবস্থিত।

রাজস্ব আয়ের দিক থেকে অ্যালফাবেট এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান। একইসঙ্গে এটি বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি। আমেরিকার বড় পাঁচটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের একটি অ্যালফাবেট। বাকি চারটি হলো অ্যামাজন, অ্যাপল, মেটা ও মাইক্রোসফট। সুন্দর পিচাই বর্তমানে অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), একই সঙ্গে তিনি গুগলেরও সিইও।

এনিয়াক ছিল সমসাময়িক কম্পিউটারগুলোর মধ্যে দ্রুতগতির
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

২ অক্টোবর ১৯৫৫
বিদায় এনিয়াক কম্পিউটার
১১ বছর ধরে জটিল গণনা করা ও প্রোগ্রাম চালানোর পর এনিয়াক কম্পিউটারের বিদায়ঘণ্টা বাজে। জন মশলি ও জে প্রেসপার একার্ট ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে এনিয়াক কম্পিউটার তৈরি করেন। সেই সময়ের অন্য কম্পিউটার বা গণনাযন্ত্রের থেকে এক হাজার গুণ বেশ গতির ছিল এই যন্ত্র। এনিয়াক একটি প্লাগ বোর্ড, সুইচ ও পাঞ্চকার্ডের সাহায্যে এক সেকেন্ডে পাঁচ হাজার কাজ সম্পন্ন করতে পারত। এনিয়াক কম্পিউটার বসাতে এক হাজার বর্গফুট জায়গা লাগত।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ