অ্যাড ব্লকার ব্যবহারে ভিডিওর মান কমে যায়, বলছে ইউটিউব

ভিডিও দেখার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব
রয়টার্স

অ্যাড ব্লকার ব্যবহারকারীদের সতর্ক করে বার্তা দেখাচ্ছে ইউটিউব। বিজ্ঞাপনহীন ভিডিও অভিজ্ঞতা পেতে সাবস্ক্রিপশন করার পাশাপাশি এই বার্তায় বলা হয়েছে, অ্যাড ব্লকার ব্যবহারে ভিডিওর মান অর্থাৎ রেজল্যুশন কমে যায়।

নির্মাতাদের সহায়তার জন্য অ্যাড ব্লকার সরিয়ে নেওয়ার পদক্ষেপ কিছুদিন আগে গ্রহণ করেছে ইউটিউব। প্রথমে নির্দিষ্ট কিছু দেশে এ ব্যবস্থা চালু হলেও এখন তা ধীরে ধীরে বিভিন্ন দেশে বিস্তৃত হচ্ছে। এই পদক্ষেপের অংশ হিসেবে অ্যাড ব্লকার থাকলে ব্যবহারকারীরা ইউটিউবে ভিডিও দেখতে পারেন না। বিজ্ঞাপনছাড়া ভিডিও দেখতে ব্যবহারকারীদের ইউটিউব সাবস্ক্রিপশন করার পরামর্শ দেওয়া হয়। অ্যাড ব্লকার থাকলে ব্যবহারকারীরা এখন একটি পপআপ বার্তা দেখতে পাচ্ছেন। এসব বার্তায় অ্যাড ব্লকার ব্যবহারের বদলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন করার কথা বলা হয়েছে। এ ছাড়া সতর্ক করে বলা হয়েছে, অ্যাড ব্লকার ব্যবহারে ইউটিউব ভিডিওর রেজল্যুশন মান কমে যায়। গুগল ক্রোম, এজ বা ফায়ারফক্স—যেকোনো ব্রাউজারে অ্যাড ব্লকার থাকলে ভিডিওর মান কমে যায় বলে জানিয়েছে ইউটিউব।

বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার জন্য ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবায় স্মার্টফোন বা কম্পিউটারের পটভূমিতেও ইউটিউব চালানো যায়। ইউটিউব মিউজিক অ্যাপের অসংখ্য কনটেন্ট দেখা ও শোনা যায়।

এদিকে অ্যাড ব্লকার না থাকলে ইউটিউব ভিডিও দেখতে দিচ্ছে না, এমন অভিযোগ এনেছে ইউরোপীয় ইউনিয়ন। ফলে সমালোচনা এবং প্রশ্নেরও মুখোমুখি হতে হচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিকে।

সূত্র: নিউজ১৮ ডটকম