যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নিয়েছে ২০১৮ ও ২০২১ সালে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশের ‘অলীক’ ও ‘মহাকাশ’ দলের সদস্যরা। বাংলাদেশ থেকে এবারই প্রথম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা নাসার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিল। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসিসের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। ২০১৮ সালে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অলীক’ দল। ২০২১ সালে চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিএইউইটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া দল ‘মহাকাশ’।

অলিক দলের সদস্য আবু সাবিক জানান, বিভিন্ন বছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিজয়ী দলগুলো এ অনুষ্ঠানে অংশ নেয়। দুই দিনের এই আয়োজনে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণার বিভিন্ন দিকও তুলে ধরেন।

এ বিষয়ে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে বড় অর্জন। নাসার এ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় অলিক এবং মহাকাশ দলের সদস্যদের অভিনন্দন।’