গুগল ক্রোমে পপআপ ব্লক করা যায় যেভাবে

ক্রোম ব্রাউজার
ছবি: রয়টার্স

বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে এক বা একাধিক পপআপ বার্তা দেখা যায়। কোনো ওয়েবসাইটে নিবন্ধন করা থাকলে পপআপ বার্তা বেশি দেখা যায়, ফলে গুরুত্বপূর্ণ কাজ করতে সমস্যা হয়। ক্রোম ব্রাউজারের পপআপ সেটিংস পরিবর্তন করে চাইলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পপআপ বার্তা বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক—

ক্রোম ব্রাউজারের পপআপ সেটিংস পরিবর্তনের জন্য কম্পিউটারে ক্রোম ব্রাউজার চালুর পর ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে সাইট সেটিংস নির্বাচন করতে হবে। কনটেন্ট অপশনের নিচে পপআপস অ্যান্ড রিডাইরেক্টস নামের একটি অপশন পাওয়া যাবে। অপশনটিতে ক্লিক করে ডোন্ট অ্যালাউ সাইটস টু সেন্ড পপআপস চালু করলেই কোনো ওয়েবসাইটের পপআপ বার্তা দেখাবে না ক্রোম ব্রাউজার।

ফোনে পপআপ সেটিংস পরিবর্তনের জন্য ক্রোম ব্রাউজারের সেটিংস অপশনে প্রবেশ করে সাইট সেটিংস নির্বাচন করতে হবে। এরপর প্রদর্শিত পেজের নিচে স্ক্রল করে পপআপ অ্যান্ড রিডাইরেক্টস অপশনে ক্লিক করলে একটি টগল দেখা যাবে। টগলটি বন্ধ করলেই কোনো ওয়েবসাইটের পপআপ বার্তা দেখাবে না ক্রোম ব্রাউজার।

ক্রোম ব্রাউজারে চাইলে নির্দিষ্ট ওয়েবসাইটের পপআপ বার্তাও বন্ধ করা সম্ভব। এ জন্য প্রথমে কম্পিউটার থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওয়েবসাইটের অ্যাড্রেসবারের বাঁ দিকে থাকা লক আইকনে ক্লিক করে সাইট সেটিংস নির্বাচন করতে হবে। এবার পারমিশন অপশনের নিচে থাকা পপআপ অ্যান্ড রিডাইরেক্টস অপশনে ব্লক করলেই চালু থাকা ওয়েবসাইটের কোনো পপআপ বার্তা দেখাবে না ক্রোম ব্রাউজার। ফোনে নির্দিষ্ট ওয়েবসাইটের পপআপ বার্তা বন্ধের জন্য একইভাবে ওয়েবসাইটের অ্যাড্রেস বারের বাঁ দিকে থাকা লক আইকনে ট্যাপ করতে হবে। এরপর পারমিশন অপশনে প্রবেশ করে শো নোটিফিকেশন টগলটি বন্ধ করতে হবে।