গুগল ড্রাইভে ভিডিও আপলোডের জন্য নতুন সুবিধা

গুগল ড্রাইভরয়টার্স

গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য সুখবর। ভিডিও আপলোডের সময় কমাতে ও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত করতে গুগল ড্রাইভে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা চালুর ফলে আগের তুলনায় দ্রুত ভিডিও আপলোড করার পাশাপাশি আপলোডের পরপরই ভিডিওটি অনলাইনে দেখা যাবে। অর্থাৎ আপলোডের সঙ্গে সঙ্গেই ভিডিওটি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নির্দিষ্ট ব্যক্তিরা দেখতে পারবেন।

গুগল ড্রাইভে ভিডিও আপলোড করার পর সাধারণত ভিডিওকে স্ট্রিমিংয়ের উপযোগী করতে বিশেষ ফরম্যাটে রূপান্তর (ট্রান্সকোডিং) করে থাকে ড্রাইভ। এই রূপান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগে। ফলে আপলোডের পরপরই ভিডিওটি দেখা যেত না। এতে অনেক ব্যবহারকারীই বিরক্ত হতেন। এ সমস্যার সমাধান করতেই গুগল ড্রাইভে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে গুগল।

আরও পড়ুন

গুগলের তথ্যমতে, গুগল ড্রাইভের বিল্ট-ইন প্লেয়ারে অনলাইনে সংরক্ষণ করা ভিডিও চালানোর জন্য আর অপেক্ষা করতে হবে না। আপলোড করার পরপরই ভিডিও স্ট্রিমিং শুরু করা যাবে। এই উদ্ভাবনী পরিবর্তন গুগল ড্রাইভ ব্যবহারকারীদের সময় বাঁচাবে এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

নতুন এই সুবিধা গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দেবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যাঁরা নিয়মিত গুগল ড্রাইভে ভিডিও আপলোড করেন, তাঁদের জন্য এ সুবিধা খুবই কার্যকর হবে। এর ফলে গুগল ড্রাইভ ব্যবহারকারীদের ভিডিও আপলোড ও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস