স্প্যাম ঠেকাতে নতুন সুবিধা হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপপেক্সেলস

বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত বার্তা পাঠান হোয়াটসঅ্যাপে। এসব স্প্যাম বার্তার কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা-ই নয়, স্প্যাম বার্তার কারণে প্রতারণার শিকারও হন অনেকে। আর তাই ব্যবহারকারীদের স্প্যাম বার্তা থেকে রক্ষা করতে নতুন নিরাপত্তাসুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালুর ফলে ফোনের পর্দার লক না খুলেই সরাসরি স্প্যাম বার্তা পাঠানো ব্যক্তির অ্যাকাউন্ট ব্লক করা যাবে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অপরিচিত কোনো নম্বর থেকে অবাঞ্ছিত কোনো বার্তা বা স্প্যাম বার্তা এলে এখন বার্তা প্রেরকের চ্যাটবক্সে প্রবেশের পাশাপাশি ফোনের পর্দার লক না খুলেও সরাসরি নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে বর্তমানের তুলনায় দ্রুত স্প্যাম বার্তা পাঠানো অ্যাকাউন্ট ব্লক করা যাবে। নতুন এ সুবিধা স্প্যাম বার্তা প্রতিরোধে বেশ সহায়ক হবে।

আরও পড়ুন

জানা গেছে, ফোনের পর্দার লক না খুলে স্প্যাম বার্তা পাঠানো অ্যাকাউন্ট ব্লক করার জন্য হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পাশাপাশি পপআপ নোটিফিকেশন সুবিধা চালু করতে হবে। ফলে ফোনের পর্দা লক থাকলেও হোয়াটসঅ্যাপে আসা সব বার্তার নোটিফিকেশন পপআপ আকারে দেখা যাবে। পপআপ নোটিফিকেশনে কোনো স্প্যাম বার্তা আসার পর রিপ্লাই বাটনের পাশে থাকা ব্লক অপশনে ক্লিক করলেই স্প্যাম বার্তা পাঠানো ব্যক্তির অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। চাইলে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগও করা যাবে।

আরও পড়ুন

উল্লেখ্য, বর্তমানে পরিচিত বা অপরিচিত যেকোনো ব্যক্তিকে ব্লক করা যায় হোয়াটসঅ্যাপে। এ ছাড়া স্প্যাম কলের বিরুদ্ধে অভিযোগেরও সুযোগ মিলে থাকে। নতুন এ সুবিধা চালুর ফলে স্প্যাম কলের পাশাপাশি স্প্যাম বার্তা থেকে আগের তুলনায় বেশি নিরাপদ থাকা যাবে।

সূত্র: নিউজ ১৮ ডটকম