অ্যান্ড্রয়েডের টাইপ সি চার্জার কি আইফোনে ব্যবহার করা যাবে

আইফোন ১৫রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা মেনে অ্যাপল যন্ত্রে ইউএসবি সি পোর্ট যুক্তের কথা কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। আর তাই সম্প্রতি লাইটনিং কানেক্টরের বদলে ইউএসবি সি পোর্ট সুবিধার চারটি আইফোন এনেছে অ্যাপল। কিন্তু টাইপ সি চার্জারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানানোর ফলে আইফোন ব্যবহারকারীদের অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। নতুন চার্জার কেনার বদলে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চার্জার ব্যবহারের চেষ্টা করছেন কেউ কেউ। তবে চীনের সিএনএমও ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডে ব্যবহৃত টাইপ সি চার্জার ব্যবহার করলে আইফোনের ক্ষতি হতে পারে।

প্রতিবেদনে চীনের অ্যাপল পণ্য বিপণনকারী একটি প্রতিষ্ঠান দাবি করেছে, অ্যান্ড্রয়েডের জন্য তৈরি টাইপ সি চার্জার ব্যবহার করলে আইফোন অতিরিক্ত গরম হয়ে যায়। ফলে বড় ধরনের ক্ষতির শঙ্কা থাকে। আর তাই আইফোনে সব ধরনের টাইপ সি চার্জার ব্যবহারে সতর্ক থাকতে হবে। নতুন আইফোনে ২০ ওয়াটের টাইপ সি চার্জার ব্যবহার করা যায়। অপর দিকে অ্যান্ড্রয়েডে চলা স্মার্টফোনে বিভিন্ন ওয়াটের চার্জার ব্যবহার করা সম্ভব। আর তাই বেশি ওয়াটের চার্জার ব্যবহারের কারণেই আইফোন অতিরিক্ত গরম হয়ে যায়।

আরও পড়ুন

সম্প্রতি আইফোন ১৫ প্রোর বেশ কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, কিছুক্ষণ ব্যবহার করলেই আইফোন দ্রুত গরম হয়ে যাচ্ছে। এর ফলে কিছু ক্ষেত্রে আইফোনের তাপমাত্রা ১০০ থেকে ১০৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যাচ্ছে। নিজেদের দাবির সত্যতা তুলে ধরতে থার্মোমিটারের মাধ্যমে আইফোনের তাপমাত্রা পরিমাপের ছবিও পোস্ট করেছেন তাঁরা। ব্যবহারকারীদের এ অভিযোগ পাওয়ার পর আইফোন ১৫ প্রো গরম হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে অ্যাপল। এ সমস্যা সমাধানে কাজ করছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ওয়ান্ডারলাস্ট’ অনুষ্ঠানে আইফোন ১৫ সিরিজের ৪টি আইফোন আনার ঘোষণা দেয় অ্যাপল। এর ১০ দিন পর বাজারে আসে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স মডেলের আইফোনগুলো।
সূত্র: গ্যাজেটস৩৬০