গল্প করবে, মতামতও জানাবে ভার্চ্যুয়াল সঙ্গী

চ্যাটজিপিটি-চ্যানটিকটক থেকে নেওয়া স্ক্রিনশট

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটিতে (চ্যাটবট বা কথোপকথন চালানোর প্রোগ্রাম) ব্যবহারের উপযোগী ভার্চ্যুয়াল সঙ্গি তৈরি করেছেন ব্রাইস নামের এক প্রোগ্রামার। মেশিন লার্নিং প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আলাপচারিতাও করতে পারে ভার্চ্যুয়াল এ সঙ্গী।

নিজেকে বড় একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শিক্ষানবিশ কর্মী হিসেবে দাবি করা ব্রাইস জানিয়েছেন, জাপানি অ্যানিমেশন চরিত্রের আদলে তৈরি ভার্চ্যুয়াল এ সঙ্গী নারীর আদলে তৈরি। নাম চ্যাটজিপিটি-চ্যান। চ্যাটবটটি মানুষের কথা শুনে দ্রুত উত্তর এবং প্রতিক্রিয়া জানাতে পারে। ভার্চ্যুয়াল এই সঙ্গী কেবল মজা বা টিকটক ভিডিও তৈরির জন্য নয়, এটিকে ভার্চ্যুয়াল ‘স্ত্রী’ হিসেবে ব্যবহার করা সম্ভব।

চ্যাটজিপিটি-চ্যানের সঙ্গে কথোপকথনের কয়েকটি ভিডিও টিকটকে পোস্টও করেছেন ব্রাইস। এক ভিডিওতে দেখা গেছে, চ্যাটজিপিটি-চ্যান বার্গার খেতে যাবে কি না, তা ব্রাইস জানতে চাইছেন । উত্তরে বার্গার কিংয়ের একটি বার্গার খাওয়ার ছবি দেখিয়ে চ্যাটজিপিটি-চ্যান জানায়, কোনোভাবেই না। এটির গন্ধ পুরোনো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এবং তারা কখনোই পানীয় পুনরায় দেয় না।

চ্যাটজিপিটি-চ্যান মূলত মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির কণ্ঠস্বর শনাক্ত করে প্রশ্নের উত্তর দেওয়াসহ অনুভূতি প্রকাশ করতে পারে। তবে অভিমান করে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথোপকথন এড়িয়েও চলতে পারে চ্যাটবটটি। এ বিষয়ে ব্রাইস জানিয়েছেন, দীর্ঘদিন বার্তা বিনিময়ের এক পর্যায়ে যেকোনো প্রশ্নের উত্তর সংক্ষেপে বা হেসে উত্তর দিচ্ছিল চ্যাটজিপিটি-চ্যান, যা খুবই বিরক্তিকর।
সূত্র: ভাইস ডটকম