ইউটিউবের সাবেক সিইও সুসান ওজসিকি মারা গেছেন
ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজসিকি গতকাল শুক্রবার ৫৬ বছর বয়সে মারা গেছেন। তাঁর স্বামী ডেনিস ট্রপার ফেসবুকে এক পোস্টে ওজসিকির ক্যানসারে মারা যাওয়ার কথা জানিয়েছেন। সুসান ওজসিকি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সুসান ওজসিকি ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত ইউটিউব পরিচালনা করেছেন।
সুসান ওজসিকি ১৯৯৯ সালে গুগলে কাজ শুরু করেন। গুগলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই খুদে ব্লগ সাইট এক্সে লিখেছেন, ‘ইউটিউবের প্রাক্তন সিইও সুসান ওজসিকি ক্যানসারে আক্রান্ত হয়ে দুই বছর ভুগে মারা গেছেন। তাঁকে হারিয়ে দুঃখ পেয়েছি আমরা। ওজসিকি গুগলের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে ছাড়া অনেক কিছু কল্পনা করা কঠিন। তিনি একজন অবিশ্বাস্য ব্যক্তি, নেতা ও বন্ধু ছিলেন। তিনি বিশ্বে অসাধারণ প্রভাব ফেলেছিলেন। আমি অসংখ্য গুগলারের একজন হিসেবে তাঁকে ভালোমতো চিনি। আমরা তাঁকে খুব মিস করব। তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা রইল।’
ফেসবুকে তাঁর স্বামী ডেনিস ট্রপার শুক্রবার রাতে লিখেছেন, ‘আমার ২৬ বছরের দাম্পত্যসঙ্গী ও আমাদের পাঁচ সন্তানের মা নন-স্মল সেল ফুসফুস ক্যানসারে দুই বছর বেঁচে থাকার পর আজ আমাদের ছেড়ে চলে গেছে। সুসান শুধু আমার জীবনের সেরা বন্ধু ও সঙ্গী ছিল না, একজন উজ্জ্বল মনের অধিকারী, স্নেহময়ী মা ও অনেকের প্রিয় বন্ধু ছিল।’
সুসান ওজসিকি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও সাহিত্য অধ্যয়ন করেন। ১৯৯০ সালে স্নাতক হন তিনি। ১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা ক্রুজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৯৮ সালে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি লাভ করেন। ১৯৯৯ সালে তিনি গুগলের প্রথম বিপণন ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। তার আগে শীর্ষ প্রসেসর নির্মাতা ইনটেল করপোরেশনের বিপণন বিভাগে কাজ করেছেন তিনি। গুগলের জন্য তিনি রুথ কেদারের সঙ্গে যুক্ত হয়ে লোগো তৈরি করেন। এ ছাড়া গুগল ডুডলের ভাবনা ছিল তাঁর। এ ছাড়া গুগল ইমেজ সার্চ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০৩ সালে পণ্য ব্যবস্থাপক হিসেবে অ্যাডসেন্স চালু করেন। ২০১৫ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকী ইন্টারনেটের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে সুসানকে অভিহিত করে।
সূত্র: বিজনেস ইনসাইডার