কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ মূলত একটি শিক্ষামূলক প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সহযোগিতায় এ প্রতিযোগিতার করে থাকে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। এই চ্যালেঞ্জে অংশ নেওয়া শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সমস্যা সমাধানের জন্য ফ্রি-ফ্লাইং রোবট (অ্যাস্ট্রোবি এবং ইন-বল) নিয়ন্ত্রণ করতে হয়।

এ বছর চতুর্থবারের মতো বিশ্বব্যাপী কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ প্রতিযোগিতা আয়োজন করা হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করছে স্টিমএক্স-৩৬৫ ও জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। https://tinyurl.com/KRPC4RE ঠিকানায় প্রবেশ করে প্রতিযোগিতায় নিবন্ধন করা যাবে।