অস্ট্রেলিয়ায় সংবাদের জন্য ফেসবুক-গুগল থেকে আয়ের আইনটি কাজ করেছে

ফেসবুক এবং গুগলে সংবাদ আধেয় (কনটেন্ট) প্রকাশের জন্য স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থ দিতে হবে, এমন আইন পাস করার পর অস্ট্রেলিয়া সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি বেশ ভালোভাবে কাজ করেছে। ২০২১ সালের মার্চে ‘নিউজ মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মস ম্যান্ডেটরি বার্গেনিং কোড’ শিরোনামে আইনটি কার্যকর হয় অস্ট্রেলিয়ায়। প্রথমে আইনটির তীব্র বিরোধিতা করেছিল ফেসবুক ও গুগল। এমনকি এ আইনের জেরে অস্ট্রেলিয়ায় সব সংবাদ আধেয় ‘বন্ধ’ করে দিয়েছিল ফেসবুক। পরে অস্ট্রেলিয়ায় সংবাদ আধেয় চালুর সিদ্ধান্ত নেয় ফেসবুক।

আইন অনুযায়ী, গুগল এবং ফেসবুকে যেসব সংবাদ প্রকাশ করা হবে, সেগুলোর জন্য প্ল্যাটফর্মগুলোকে অর্থ পরিশোধ করতে হবে। এ জন্য গুগল এবং ফেসবুক অস্ট্রেলিয়ার স্থানীয় মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করেছে।

অস্ট্রেলিয়ার রাজস্ব অধিদপ্তর বলছে, নিউজ মিডিয়া বার্গেনিং কোড কার্যকর হওয়ার পর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্লিক এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের আধেয়ের ক্ষতিপূরণের জন্য গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে ৩০টির বেশি চুক্তি করেছে। দেশটির এ বিভাগ বলছে, অন্তত কিছু চুক্তি সংবাদ আধেয়ের ব্যবসা সচল করেছে। যে কারণে সংবাদমাধ্যমগুলো সাংবাদিক নিয়োগসহ তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য বিনিয়োগ করতে পারছে।

অধিদপ্তরের প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, আইনটির কার্যকারিতা এবং প্রশাসনিক মূল্যায়নের জন্য সরকার নতুন পদ্ধতি বিবেচনা করতে পারে। তবে আইনটির কোনো পরিবর্তনের কথা সুপারিশে বলা হয়নি। প্রতিবেদনে এ–ও বলা হয়েছে, অন্য প্ল্যাটফর্মে বিস্তৃত করার জন্য আইনটির আনুষ্ঠানিক কৌশল বা পদ্ধতিতে ঘাটতি রয়েছে।

অস্ট্রেলিয়ার সহকারী ট্রেজারার স্টেফেন জোনস বলেছেন, এ পর্যালোচনায় দেখা যায়, নিউজ মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে আইনটি ভারসাম্য তৈরিতে সফল।
সূত্র: রয়টার্স