৫ কোটি টাকা বিনিয়োগ পেল চালডাল ডটকম

চালডাল ডটকমের উদ্যোক্তাদের সঙ্গে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ (বাঁ থেকে তৃতীয়)সংগৃহীত

সরকারি মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে পাঁচ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে চালডাল ডটকম। এর আগেও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) অধীন কোম্পানিটি থেকে বিনিয়োগ পেয়েছিল দৈনন্দিন বাজারসদাইয়ের অনলাইন প্ল্যাটফর্মটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে চালডাল ডটকম।

এ বিষয়ে চালডালের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলিম বলেন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে বিনিয়োগ পাওয়া প্রথম ব্যাচের প্রতিষ্ঠানগুলোর অন্যতম চালডাল। কাজের ধরন ও সফলতার কারণে ফলো-অন বিনিয়োগ পাওয়া গেছে। নতুন এ বিনিয়োগ দিয়ে লজিস্টিক, অনলাইন ফার্মেসি ও পেমেন্ট সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।

২০১৩ সালে ওয়াসিম আলিম, জিয়া আশরাফ এবং তেজস বিশ্বনাথ নামের তিন বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন চালডাল ডটকম। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় চালডালের ৩২টি পণ্যগুদাম আছে। প্রতিদিন প্রায় ১০ হাজার অর্ডার ডেলিভারি করা প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ৩ হাজার।