টিকটক ভিডিওর কারণে চাকরি থেকে বরখাস্তের হুমকি

প্যারিস ক্যাম্পবেলস্ক্রিনশট

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে বর্তমানে খুবই জনপ্রিয় টিকটক। অ্যাপটির জন্য মজার ভিডিও তৈরি করে তারকাও বনে গেছেন অনেকে। তবে জনপ্রিয়তাই কাল হয়েছে প্যারিস ক্যাম্পবেল নামের এক অ্যাপল কর্মীর। সম্প্রতি আইফোনের নিরাপত্তা নিয়ে টিকটকে ভিডিও পোস্ট করেন তিনি। ২৪ ঘন্টার মধ্যেই প্রায় ৫০ লাখ ব্যক্তি দেখেন ভিডিওটি। বিষয়টি নজরে আসার পর প্রাতিষ্ঠানিক নীতিমালা ভঙ্গের অভিযোগে ক্যাম্পবেলকে চাকরি থেকে বরখাস্তের হুমকি দিয়েছে অ্যাপল।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা ক্যাম্পবেল ছয় বছর ধরে অ্যাপলে মেরামতকর্মী হিসেবে কাজ করছেন। টিকটকে ৪ লাখ ৩৯ হাজার অনুসারীও রয়েছে তাঁর। গত সপ্তাহে একজন টিকটক ব্যবহারকারী জানান, সম্প্রতি তাঁর আইফোন হারিয়ে গেছে। আইফোনটির আইডি না জানালে ব্যক্তিগত সব তথ্য অনলাইনে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়ে খুদে বার্তা পাঠাচ্ছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। বিষয়টি জানতে পেরে প্যারিস ক্যাম্পবেল আইফোনের নিরাপত্তা সক্ষমতা তুলে ধরে টিকটকে ভিডিও প্রকাশ করেন। আইফোন হারানো নারীর উদ্দেশে ভিডিওতে তিনি জানান, ছয় বছরের অভিজ্ঞ একজন হার্ডওয়্যার প্রকৌশলী হিসেবে আমি বলতে পারি, আপনার হারিয়ে যাওয়া আইফোন অন্যদের কোনো কাজে লাগবে না। অ্যাপল আইডি না দেওয়া পর্যন্ত হারানো আইফোনে আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। ভিডিওতে তিনি সরাসরি অ্যাপলের নাম উচ্চারণ না করলেও ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি অ্যাপল কর্মী।

আরও পড়ুন

ভিডিওটি টিকটকে প্রকাশের পর অ্যাপলের একজন ব্যবস্থাপক ফোন দিয়ে ক্যাম্পবেলকে ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দেন। মুছে না ফেললে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন তিনি। অ্যাপল কর্মী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি অ্যাপল-সম্পর্কিত বিষয় ভিডিওতে তুলে ধরায় প্রাতিষ্ঠানিক নীতিমালা ভঙ্গেরও অভিযোগ আনা হয় ক্যাম্পবেলের বিরুদ্ধে।

আরও পড়ুন

অ্যাপলের হুমকি পাওয়ার এক সপ্তাহ পর ক্যাম্পবেল আরও একটি ভিডিও প্রকাশ করেন টিকটকে। ‘প্রিয় অ্যাপল’ শিরোনামে ভিডিওতে তিনি অ্যাপলকে উদ্দেশ করে বলেন, ‘আমি ভিডিওর কোথাও অ্যাপল কর্মী হিসেবে নিজেকে পরিচিত করিনি। প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের নীতিমালা পর্যালোচনা করে দেখেছি, সেখানে অ্যাপল কর্মী হিসেবে প্রকাশ্যে পরিচয় না দেওয়ার কোনো নির্দেশনা নেই।’
সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুন