হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ফোনের পর্দা অন্যদের দেখাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ
ছবি: পেক্সেলস

ভিডিও কলের সময় ফোনের পর্দা অন্যদের দেখানোর সুযোগ দিতে সম্প্রতি ‘স্ক্রিন শেয়ারিং’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চালু থাকা অবস্থায় ফোনের পর্দায় থাকা তথ্য, ছবি বা ভিডিও অপর প্রান্তে থাকা ব্যক্তিকে দেখানো যায়। এর সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপে চাইলেই গুরুত্বপূর্ণ বৈঠক করা সম্ভব। হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ফোনের পর্দা অন্যদের দেখানোর পদ্ধতি দেখে নেওয়া যাক—

ভিডিও কলে ফোনের পর্দা অন্যদের দেখানোর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চালু থাকা অবস্থায় নিচে থাকা স্ক্রিন শেয়ার আইকনে ট্যাপ করতে হবে। পপআপে স্ক্রিন শেয়ার অপশন চালুর বার্তা দেখা যাবে। এবার পপআপের নিচে থাকা স্টার্ট নাউ বাটনে ট্যাপ করলেই ফোনের পর্দা অন্যরা দেখতে পারবেন। স্ক্রিন শেয়ার অপশন বন্ধের জন্য হোয়াটসঅ্যাপের ভিডিও কলের ট্যাব থেকে স্টপ শেয়ারিং বাটনে ক্লিক করতে হবে। ল্যান্ডস্কেপ মোডে ফোনের পর্দা অন্যদের দেখানোর জন্য স্মার্টফোনে রোটেট অপশন চালু করতে হবে।