অনলাইনে চলছে বাণিজ্য মেলা
অনলাইনে বাণিজ্য মেলার আয়োজন করেছে রকমারি ডটকম। ‘অনলাইন বাণিজ্য মেলা’ নামের এ মেলায় সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ে বিভিন্ন পণ্যে কেনা যাবে। শুধু তা-ই নয়, বিভিন্ন অফারের পাশাপাশি পরিবহন খরচ ছাড়াই ঘরে বসে পণ্য সংগ্রহের সুযোগ মিলবে। রকমারি ডটকমের ওয়েবসাইটে আয়োজিত এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রকমারি ডটকম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন বাণিজ্য মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের তৈরি ইলেকট্রনিকস, গৃহস্থালি পণ্য, ফ্যাশন ও বই কেনা যাবে। এ বিষয়ে রকমারি ডটকমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল আনাম বলেন, ‘দেশের ই-কমার্স খাতে নতুন দিগন্ত উন্মোচনে আমরা সব সময় উদ্ভাবনী উদ্যোগ নিতে চেষ্টা করি। দেশে প্রথমবারের মতো অনলাইন বাণিজ্য মেলা আয়োজনের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও আধুনিক কেনাকাটার সুযোগ তৈরি করেছি।’