টেলিনরের সঙ্গে গ্লোবাল ফ্রেমওয়ার্ক চুক্তি নবায়ন করেছে এরিকসন

টেলিনর এবং এরিকসনের লোগো
এরিকসন

টেলিনরের সঙ্গে গ্লোবাল ফ্রেমওয়ার্ক চুক্তি নবায়ন করেছে এরিকসন। চুক্তি নবায়নের ফলে ২০২৪ সাল পর্যন্ত এরিকসনের কগনিটিভ সফটওয়্যার–সেবা ব্যবহার করবে গ্রামীণফোন। চুক্তির আওতায় বাংলাদেশসহ মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে টেলিনরের প্রতিষ্ঠানগুলো এরিকসনের কগনিটিভ সফটওয়্যার–সেবা ব্যবহার করতে পারবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এরিকসন।

২০১৭ সালে টেলিনরের সঙ্গে গ্লোবাল ফ্রেমওয়ার্ক চুক্তি করে এরিকসন। নেটওয়ার্ক অপারেশন (উন্নত নেটওয়ার্ক অপারেশনস সেন্টার অটোমেশন), নেটওয়ার্ক ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড অপটিমাইজেশন, ফার্স্ট লেভেল অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্ট ফিল্ড অপারেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক বাস্তবায়নের মতো একাধিক সেবার জন্য একটি কমন ডেলিভারি সেন্টার (সিডিসি) তৈরির জন্য এ চুক্তি করা হয়।

এরিকসন অপারেশন ইঞ্জিন (নেটওয়ার্ক পরিচালিত সেবাগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–ভিত্তিক ডেটা পদ্ধতি) টেলিনরকে পরবর্তী প্রজন্মের সংযোগ নিশ্চিত করতে সক্ষম করেছে এবং গ্রাহকদের নিরাপদ ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ দিচ্ছে।

এ বিষয়ে এরিকসনের দক্ষিণ-পূর্ব এশিয়া, ওশেনিয়া ও ভারতের নেটওয়ার্ক অপারেশনস অ্যান্ড ম্যানেজড সার্ভিসেসের প্রধান প্রদীপ কোটনালা জানিয়েছেন, এরিকসনের কগনিটিভ সফটওয়্যার সলিউশন উন্নত এআই প্রযুক্তির সঙ্গে নেটওয়ার্ক ডিজাইন এবং অপটিমাইজেশন ডোমেইনকে উদ্ভাবনী উপায়ে একীভূত করতে পারে।