টুইটারে কিছু প্রোফাইল ছবি বর্গাকার দেখানোর কারণ কী

প্রোফাইল ছবি বর্গাকার দেখাচ্ছে টুইটার (বাঁয়ে)টুইটার

টুইটারে ব্যবহারকারীদের প্রোফাইল ছবি সাধারণত গোল দেখা যায়। কিন্তু সম্প্রতি টুইটারে বেশ কিছু প্রোফাইল ছবির আকার বর্গাকার দেখা যাচ্ছে। কিন্তু কেন এমন দেখাচ্ছে, এ নিয়ে জল্পনাকল্পনা ডানা মেলেছে খুদে ব্লগ লেখার সাইটটিতে।

আরও পড়ুন

সম্প্রতি ‘টুইটার ব্লু ফর বিজনেস’ নামের নতুন সেবা উন্মুক্ত করেছে টুইটার। এ সুবিধায় নিবন্ধন করা বিভিন্ন ব্র্যান্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য অন্যদের কাছে আলাদাভাবে তুলে ধরতেই বৃত্তাকারের বদলে বর্গাকার প্রোফাইল দেখাচ্ছে টুইটার। এরই মধ্যে টুইটার, মাইক্রোসফট, অ্যাপল, ম্যাশেবলসহ বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের প্রোফাইল ছবি বর্গাকার দেখা যাচ্ছে।

আরও পড়ুন

টুইটার ব্লু ফর বিজনেসে কোনো ব্র্যান্ড বা ব্যবসাপ্রতিষ্ঠান নিবন্ধন করলেই তাদের অ্যাকাউন্টে সোনালি টিকচিহ্ন জুড়ে দিচ্ছে টুইটার। শুধু তা–ই নয়, প্রতিষ্ঠানগুলোর প্রোফাইলের ছবি ব্যাজ আকারে ব্যবহার করতে পারবেন কর্মী, ব্র্যান্ড ও পরিচিত ব্যক্তিরা। ফলে, সহজেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচয় জানা যাবে।

আরও পড়ুন

এ বিষয়ে টুইটার জানিয়েছে, নতুন এ উদ্যোগের ফলে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন অংশীদারের মধ্যে নেটওয়ার্ক তৈরির কাজ করছে। প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে নির্দিষ্টসংখ্যক ব্র্যান্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানকে টুইটার ব্লু ফর বিজনেস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। আগামী বছর এ কার্যক্রম বড় পরিসরে চালু হবে।
সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন