ট্রুকলারে থাকা নাম পরিবর্তন করবেন যেভাবে

ট্রুকলার অ্যাপ
ছবি: ট্রুকলার

অপরিচিত নম্বর থেকে কেউ কল করলে সেই ব্যক্তির পরিচয় শনাক্তে ট্রুকলার অ্যাপ ব্যবহার করেন অনেকেই। কিন্তু কখনো কখনো ট্রুকলারে ভুল নাম বা পরিচিতি দেখা যায়। তাই নিজের নাম বা পরিচিতি ট্রুকলার অ্যাপে ভুলভাবে সংরক্ষণ করা থাকলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। ট্রুকলারে সংরক্ষণ করা নিজের নাম বা পরিচয় সহজেই পরিবর্তন করা যায়। ট্রুকলারে সংরক্ষণ করা নাম পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক।

স্মার্টফোন থেকে ট্রুকলারে সংরক্ষণ করা নাম পরিবর্তনের জন্য প্রথমে অ্যাপটির প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় প্রবেশ করে ‘এডিট প্রোফাইল’ অপশন ট্যাপ করতে হবে। এবার সঠিক নাম ও অন্যান্য তথ্য লিখে সেভ অপশন নির্বাচন করলেই ট্রুকলার অ্যাপে নতুন তথ্য যুক্ত হয়ে যাবে।

আরও পড়ুন

কম্পিউটার থেকে নাম পরিবর্তনের জন্য ট্রুকলারের ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইলের মাধ্যমে সাইন ইন করতে হবে। এরপর সার্চ বক্সে ফোন নম্বর লিখে সার্চ করলেই নাম দেখা যাবে। এবার ‘সাজেস্ট নেম’ অপশনে ট্যাপ করে সঠিক নাম ও অন্যান্য তথ্য লিখতে হবে। উল্লেখ্য, নতুন নাম এক থেকে দুই দিন পর প্রদর্শন করে থাকে ট্রুকলার।