ট্রানজিস্টরের সহ-উদ্ভাবক নোবেল বিজয়ী শকলির জন্ম

বিশ্বখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী ও ট্রানজিস্টরের সহ-উদ্ভাবক উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি জুনিয়র যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তিনি নোবেল পুরস্কার পান।

১৩ ফেব্রুয়ারি ১৯১০
ট্রানজিস্টরের সহ-উদ্ভাবক শকলির জন্ম
বিশ্বখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী ও ট্রানজিস্টরের সহ-উদ্ভাবক উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি জুনিয়র যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি বেল ল্যাবরেটরির রিসার্চ গ্রুপের ব্যবস্থাপক ছিলেন। এই গবেষণা দলে জন বারডিন ও ওয়ালটার ব্র্যাটেইনও ছিলেন। এই তিন বিজ্ঞানী সেমিকন্ডাক্টর নিয়ে তাঁদের গবেষণা এবং ট্রানজিস্টর উদ্ভাবনের জন্য ১৯৫৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

শকলির উদ্ভাবিত ট্রানজিস্টরের প্রতিলিপি
উইকিমিডিয়া

উইলিয়াম শকলি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে নতুন নকশার ট্রানজিস্টর বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার উদ্যোগ নেন। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি তখন ইলেকট্রনিক পণ্য উদ্ভাবনের উর্বর ক্ষেত্র ছিল। শকলি মেধাবী কর্মীদের নিয়োগ দেন। কিন্তু স্বেচ্ছাচারী ও খেয়ালি ব্যবস্থাপনার কারণে বেশির ভাগ কর্মীই শকলিকে ছেড়ে যান। এই কর্মীদের অনেকেই পরে তথ্যপ্রযুক্তিশিল্পের বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলেন। উইলিয়াম শকলি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল বিষয়ে অধ্যাপনা করেছেন। পরিণত বয়সে শকলি তাঁর বর্ণবাদী মতবাদের কারণে সমালোচিত ছিলেন।
শকলির উল্লেখযোগ্য প্রকাশনা হলো ‘শকলি অন ইউজেনিকস অ্যান্ড রেস: দ্য অ্যাপ্লিকেশন অব সায়েন্স টু দ্য সলিউশন অব হিউম্যান প্রবলেমস’ (১৯৯২), ‘মেকানিকস’ (১৯৬৬) ও ‘ইলেকট্রনিকস অ্যান্ড হোলস ইন সেমিকন্ডাক্টরস, উইথ অ্যাপ্লিকেশনস টু ট্রানজিস্টর ইলেকট্রনিকস’ (১৯৫৬)।  

২০১১ সালে প্রকাশিত এমআইটির ১৫০ বছরের ইতিহাসে সেরা ১৫০ জন উদ্ভাবকের তালিকায় শকলির নাম ৩ নম্বরে রয়েছে। টাইম সাময়িকীর করা বিংশ শতাব্দীর সবচেয়ে বেশি ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও তাঁর নাম রয়েছে। শকলি যেসব পুরস্কার পেয়েছেন, সেসবের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো আইইইই মেডেল অব অনার (১৯৮০), পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৬), পদার্থবিজ্ঞানে কমস্টক পুরস্কার (১৯৫৩), অলিভার ই বাকলি কনডেন্সড ম্যাটার প্রাইজ (১৯৫৩) ইত্যাদি। ১৯৮৯ সালের ১২ আগস্ট মারা যান উইলিয়াম শকলি।

রয়টার্স

১৩ ফেব্রুয়ারি ২০০১
গুগলের প্রথম অধিগ্রহণ
ইউজনেট সার্ভিসের ডিঅয় নিউজ সার্ভিস কিনে নেয় গুগল। এটি ছিল গুগলের প্রথম অধিগ্রহণ। ডিঅয় নিউজের আর্কাইভও কিনে নিয়েছিল গুগল। ডিঅয় ডটকম পরবর্তী সময়ে গুগল গ্রুপসে পরিণত হয়। ফলে ব্যবহারকারীরা গুগল গ্রুপস থেকেই ইউজনেট নিউজ গ্রুপ ব্যবহার করে ডিঅয় থেকে সংবাদ ও অন্যান্য নিবন্ধ পড়তে পারতেন। এই আর্কাইভে ১৯৮১ সালের ১১ মে পর্যন্ত সংবাদ ও অন্যান্য আধেয় ছিল। ১৯৯৫ সালের মার্চে টেক্সাসের অস্টিনে স্টিভ ম্যাডেরে ইউজনেট ডিসকাশন গ্রুপে ব্যবহারকারীদের আলোচনাভিত্তিক ডিঅয় নিউজ রিসার্চ সার্ভিস প্রতিষ্ঠা করেছিলেন। এদিকে গুগল ২৪ ফেব্রুয়ারি থেকে গুগল গ্রুপসে ইউজনেটের সংবাদভিত্তিক সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।