কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন প্রযুক্তি নিয়ে বাংলাদেশে জোহো
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের সফটওয়্যার ও ওয়েবভিত্তিক সমাধান দিতে কাজ করছে ভারতের প্রযুক্তিপ্রতিষ্ঠান জোহো করপোরেশন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির তৈরি ‘জোহো মেইল’, ‘জোহো এআই’, ‘জোহো ডেস্ক’, ‘জোহো বুকস’, ‘জোহো ওয়ার্কপ্লেস’, ‘সিআরএম’সহ ৫৫টি সফটওয়্যারের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি। বাংলাদেশেও এসব সফটওয়্যার ও প্রযুক্তিগুলো সহজলভ্য করতে কাজ করছে জোহো করপোরেশন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ পরিকল্পনার কথা জানিয়েছেন জোহো করপোরেশনের এশিয়া প্রশান্ত অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক গিবু ম্যাথিউ।
প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরে গিবু ম্যাথিউ জানান, ক্লাউডভিত্তিক প্রযুক্তির মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সব সময় হালনাগাদ সফটওয়্যার সেবা দিয়ে থাকে জোহো। তাই নিজেদের তৈরি সফটওয়্যার ও প্রযুক্তিসুবিধা বাজারজাত করে গত বছর ১০০ কোটি ডলার আয় করেছে জোহো করপোরেশন। জোহোর সফটওয়্যার ও প্রযুক্তিসুবিধা বাংলাদেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে ডিজিটাল রূপান্তরে সাহায্য করবে।
মতবিনিময়কালে নিজেদের তৈরি সফটওয়্যার ও প্রযুক্তিসুবিধাগুলোর উল্লেখযোগ্য দিক তুলে ধরে গিবু ম্যাথিউ আরও জানান, জোহোর সফটওয়্যার ও প্রযুক্তিসুবিধাগুলোর মধ্যে ‘জোহো ওয়ার্কপ্লেস’ অন্যতম। টুলটি ব্যবহার করে সহজে দলগত কাজ করার পাশাপাশি প্রকল্প ব্যবস্থাপনা করা সম্ভব। রয়েছে জোহো সিআরএম। পণ্য ও সেবা দেওয়ার পর সফটওয়্যারটি ব্যবহার করে দ্রুত ও স্বচ্ছন্দে গ্রাহকসেবা দেওয়া যায়।