থ্রেডস ব্যবহারকারীদের জন্য সুখবর

থ্রেডস অ্যাপরয়টার্স

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের (টুইটার) বিকল্প হিসেবে গত ৫ জুলাই থ্রেডস অ্যাপ চালু করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। উন্মুক্তের অল্প সময়ের মধ্যে ১৫ কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয় থ্রেডস অ্যাপে। কিন্তু বিভিন্ন কারণে আগস্ট মাস থেকে ধীরে ধীরে নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা কমতে থাকে অ্যাপটির। মেটার অদ্ভুত নিয়মের কারণে নিয়মিত ব্যবহার না করলেও থ্রেডস অ্যাকাউন্ট সচল রেখেছেন অনেক ব্যবহারকারী। কারণ, থ্রেডস অ্যাকাউন্ট মুছতে গেলেই ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এ সমস্যা সমাধানে এবার সহজে থ্রেডস অ্যাকাউন্ট মুছে ফেলার সুযোগ চালু করতে যাচ্ছে মেটা।

এ বিষয়ে মেটার পণ্য বিভাগের প্রধান গোপনীয়তা কর্মকর্তা মিশল প্রোটি জানিয়েছেন, থ্রেডস অ্যাপের অ্যাকাউন্ট আলাদাভাবে মুছে ফেলার সুযোগ চালুর জন্য কাজ চলছে। এ সুবিধা চালু হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কোনো ক্ষতি না করেই থ্রেডস অ্যাকাউন্ট মুছে ফেলা যাবে। ডিসেম্বর মাসে এ সুবিধা চালু করা হতে পারে। তবে এ সুবিধা অ্যান্ড্রয়েড, আইওএস না ওয়েব সংস্করণে পাওয়া যাবে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

আরও পড়ুন

উল্লেখ্য, থ্রেডস অ্যাপ চালুর পর ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছিলেন, থ্রেডস ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, তাই এ মুহূর্তে থ্রেডসকে একই অ্যাকাউন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে আলাদাভাবে থ্রেডস অ্যাকাউন্ট মুছে ফেলার পদ্ধতি চালু করা হতে পারে।
সূত্র: নিউজ১৮