কম্পিউটার সিটির মেলায় নতুন পণ্য, ছাড়, উপহারের ছড়াছড়ি

মেলা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বিসিএস কম্পিউটার সিটিপ্রথম আলো

রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩’ কম্পিউটার মেলা। আজ বুধবার মেলা ঘুরে দেখা গেছে, নির্দিষ্ট পণ্য কিনলেই ক্রেতাদের বিভিন্ন উপহার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। রয়েছে মূল্যছাড়সহ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে মনিটর, ল্যাপটপ বা এলইডি টিভি পুরস্কার জেতার সুযোগও।

মেলা উপলক্ষে আসুস এবং এমএসআই নতুন মডেলের ল্যাপটপ এনেছে। আসুসের নতুন জেনবুক এস ১৩ ওএলইডি মডেলের ল্যাপটপটিতে রয়েছে ১৩ প্রজন্মের কোর আই৭ প্রসেসর। মাত্র এক কেজি ওজনের ল্যাপটপটির দাম ১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। তবে মেলা উপলক্ষে ল্যাপটপটিতে ২ হাজার ৫০০ টাকা ছাড়া পাওয়া যাচ্ছে।
মেলায় স্টেলথ সিরিজের নতুন দুটি গেমিং ল্যাপটপ এনেছে এমএসআই। কোরআই৯ প্রসেসরে চলা দুটি ল্যাপটপেই রয়েছে এনভিডিয়ার নতুন চার হাজার সিরিজের গ্রাফিকস কার্ড। ৫ হাজার টাকা মূল্যছাড়সহ ল্যাপটপগুলোর দাম যথাক্রমে ৩ লাখ ৪৫ হাজার টাকা ও ৩ লাখ ৯৯ হাজার টাকা।

মেলায় যেকোনো মডেলের ল্যাপটপ কিনলেই পুরস্কার দিচ্ছে লেনোভো। এইচপিও যেকোনো মডেলের ল্যাপটপের সঙ্গে পুরস্কার হিসেবে লাইসেন্স করা হালনাগাদ সংস্করণের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করে দিচ্ছে। এর পাশাপাশি পুরোনো সব মডেলের এইচপি ল্যাপটপ বিনা মূল্যে মেরামতের সুযোগও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
মেলায় নিজেদের যেকোনো পণ্য কিনলেই নিশ্চিত ছাড়সহ পুরস্কার দিচ্ছে হিকভিশন ও ইপসন। ব্রাদার্সের নতুন মডেলের প্রিন্টার ও দাহুয়ার মনিটর কিনলেও পাওয়া যাচ্ছে পুরস্কার।

উল্লেখ্য, গত সোমবার বিকেল থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। মেলায় ১৬০টি প্রতিষ্ঠানসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোও সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় বিনা মূল্যে প্রবেশ করে ক্রেতাদের পাশাপাশি দর্শনার্থীরাও পুরস্কার জেতার সুযোগ পাবেন।