গুগল সার্চে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির স্ন্যাপশট–সুবিধা

গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত হয়েছেনিমেনল্যাব ডটঅর্গ

১০ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে গুগল জানিয়েছিল, শিগগিরই গুগল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির স্ন্যাপশট–সুবিধা চালু করা হবে। এ ঘোষণার দুই সপ্তাহ পরই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) সুবিধা পরীক্ষামূলক চালু করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে কোনো তথ্য খুঁজলেই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সেগুলোর উত্তর দ্রুত দেখাবে গুগল, যা সার্চ ফলাফলের ওপরের দিকে পাওয়া যাবে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না।

জানা গেছে, নতুন এ সুবিধা চালুর ফলে গুগলে কোনো কিছু লিখে অনুসন্ধান করলে লিংকের পাশাপাশি সেগুলোর তথ্য ও স্ন্যাপশট দেখা যাবে। সার্চ বারের নিচে থাকা এসব স্ন্যাপশটে মূলত বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা তথ্যের সারাংশ। গুগলের নতুন ল্যাঙ্গুয়েজ মডেল পাম ২ ব্যবহার করে উত্তর দেখাবে এই স্ন্যাপশটগুলো।

স্ন্যাপশটের নিচে চ্যাটবক্সে প্রশ্ন করার সুযোগও থাকবে। ফলে কোনো পণ্য সম্পর্কে জানতে চাইলে নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট পণ্যের বিজ্ঞাপনও দেখাবে গুগল। ফলে ব্যবহারকারীরা সহজেই পণ্যটি সম্পর্কে জানার পাশাপাশি সেগুলোর হালনাগাদ মডেল এবং দাম সম্পর্কে জানতে পারবেন।

পরীক্ষামূলকভাবে চালু হওয়ায় এ সুবিধা আপাতত সবাই ব্যবহার করতে পারবেন না। তবে https://labs.google.com/search/install ঠিকানায় প্রবেশের পর নিবন্ধন করে এ সুবিধার কার্যকারিতা পরখ করা যাবে। ব্যবহারকারীদের মতামত এবং কারিগরি দিক পর্যালোচনার পর শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: নাইনটুফাইভ ডটকম