অ্যাপল মিউজিক, টিভির অ্যাপ যোগ হচ্ছে উইন্ডোজে

অ্যাপল
সূত্র: রয়টার্স

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভির অ্যাপ উইন্ডোজ ১১–এর জন্য উন্মুক্ত হয়েছে। অ্যাপ দুটি এখন মাইক্রোসফট স্টোরে পাওয়া যাচ্ছে। এ ছাড়া অ্যাপল ডিভাইস নামের একটি অ্যাপও উইন্ডোজের স্টোরে পাওয়া যাচ্ছে। ফলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে অ্যাপলের আইফোন এবং আইপ্যাড নিয়ন্ত্রণ করা যাবে।

মাইক্রোসফট স্টোর থেকে সরাসরি অ্যাপগুলো খুঁজে পাওয়া যাবে না। এ ছাড়া অ্যাপগুলো প্রিভিউ সংস্করণের হওয়ায় প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যাবে না, এমন শঙ্কা রয়েছে।

অ্যাপল মিউজিক, টিভি বা ডিভাইসেস অ্যাপের প্রিভিউ সংস্করণ ইনস্টল করলে আইটিউনস চালু করতে পারবেন না ব্যবহারকারী। আইটিউনসের নতুন সংস্করণ না আসা পর্যন্ত এতে প্রবেশ করতে পারবেন না ব্যবহারকারী।

অ্যাপল মিউজিক, টিভি এবং ডিভাইস অ্যাপটি আধুনিক প্রযুক্তির। অ্যাপগুলোর সঙ্গে ম্যাক ওএস অ্যাপের সাদৃশ্য রয়েছে।

মাইক্রোসফট স্টোরে অ্যাপগুলো সহজে খুঁজে পাওয়া দুরূহ। তবে শিগগিরই এ বিষয়ে সমাধান হবে, এমন প্রত্যাশা রয়েছে প্রযুক্তিতে আগ্রহীদের।